ডিএ থেকে পে-কমিশন, ভেবে দেখুন বোতাম টিপুন, বার্তা বামেদের

আজ বিকেল:অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ জন্মভূমি। অবাক হব না, কলকারখানা নেই বিনিয়োগ পাত্তারি গোটাচ্ছে। আর হেড অফিস বলছে বাংলা এগোচ্ছে। উন্নতি বলতে মেলা আর দাদাগিরির খেলা। জন্মভূমি আর বিক্ষুব্ধ নয়, ক্রুদ্ধ। ভেবে দেখুন বোতাম টিপুন। লোকসভা ভোটে হৃতগৌরব ফিরে পেতে এভাবেই লোকসভা নির্বাচনে মাঠে নেমেছে সিপিএম। বর্তমান তৃণমূল সরকার থেকে শুরু

ডিএ থেকে পে-কমিশন, ভেবে দেখুন বোতাম টিপুন, বার্তা বামেদের

আজ বিকেল:অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ জন্মভূমি। অবাক হব না, কলকারখানা নেই বিনিয়োগ পাত্তারি গোটাচ্ছে। আর হেড অফিস বলছে বাংলা এগোচ্ছে। উন্নতি বলতে মেলা আর দাদাগিরির খেলা। জন্মভূমি আর বিক্ষুব্ধ নয়, ক্রুদ্ধ। ভেবে দেখুন বোতাম টিপুন। লোকসভা ভোটে হৃতগৌরব ফিরে পেতে এভাবেই লোকসভা নির্বাচনে মাঠে নেমেছে সিপিএম। বর্তমান তৃণমূল সরকার থেকে শুরু করে কেন্দ্রের বিজেপি কাউকেই ছেড়ে কথা বলতে রাজি নয় সর্বহারার পার্টি। তাই এহেন উদ্যোগ।

তৃণমূল সরকারের আমলে রাজ্যবাসী যে শুখে নেই তাই প্রচারে নেমে বোঝাতে তৎপর সিপিএম। কলকার খানা বন্ধ হয়ে যাচ্ছে, কোনওরকম বিনিয়োগ আসছে নাষ সরকার মেলা খেলা করে পয়সা নষ্ট করচে। সরকারি কর্মচারীদের গাধার খাটুনি খাটানো হচ্ছে। তাঁরা ডিএ পান না, পে-কমিশনের ফাইল হারিয়ে যায়। শিক্ষক নিয়োগ করতে গিয়ে রাজ্যের ল্যাজেগোবরে অবস্থা। এসব নিয়ে হাজারো সমস্যা রয়েছে আর নবান্নে নাকি বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে উন্নয়ন। এভাবেই লোকসভা নির্বাচনের আগে মমতার এগিয়ে বাংলার বর্ণনা করছে রাজ্য সিপিএম।

তৃণমূলের আমলে যে কেউ ভাল নেই তাই প্রমাণ করতেই কবিতার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরছে সিপিএম। এভাবেই চলছে প্রচার। ভোট টানতে কেউ পিছিয়ে থাকতে রাজি নয়। তাই দেরিতে হলেও পুরনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে জোর লড়াই দিতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =