পার্ট টাইম রাজনীতিবিদ! ভোট মিটলেই বিদেশে রাহুল? কী বললেন মোদী? | Part-time Politician

নিজস্ব প্রতিনিধি:  রাহুল গান্ধী (Rahul Gandhi) ফুলটাইম রাজনীতিবিদ নন, তিনি পার্ট টাইম রাজনীতিবিদ (Part-time Politician)। নিজের খেয়াল খুশি মতো রাজনীতি করেন। কখনও সক্রিয়তা বাড়ান, আবার…

modi vs rahul মোদী-রাহুল

নিজস্ব প্রতিনিধি:  রাহুল গান্ধী (Rahul Gandhi) ফুলটাইম রাজনীতিবিদ নন, তিনি পার্ট টাইম রাজনীতিবিদ (Part-time Politician)। নিজের খেয়াল খুশি মতো রাজনীতি করেন। কখনও সক্রিয়তা বাড়ান, আবার কিছু সময় পরেই যেন নিষ্ক্রিয় হয়ে যান। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন শেষ হলেই কী রাহুল গান্ধী বিদেশে ( Foreign Trip) চলে যাবেন? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই জল্পনা এবার উস্কে দিয়েছেন।

ভোট শেষ হলেই বিদেশে চলে যাবেন রাহুল, নাম না করে কংগ্রেস নেতাকে এভাবেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে মোদী নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। উত্তরপ্রদেশের একটি সভা থেকে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কংগ্রেস ও সমাজবাদী পার্টির প্রতীকের উল্লেখ করে রসিকতার সুরে বলেন,

“হাত আর সাইকেলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কার ঘাড়ে হারের দায় চাপাবে সেটা নিয়ে এখন থেকেই ওরা পরিকল্পনা করতে শুরু করেছে। কে যেন আমাকে বলছিল ওদের নাকি বিদেশ যাওয়ার টিকিট কাটা হয়ে গিয়েছে!”

সেই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করেন, উত্তরপ্রদেশে কংগ্রেস সাইনবোর্ড ছাড়া আর কিছুই নয়। এই রাজ্যে তাদের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।  প্রধানমন্ত্রী বলেন,

“উত্তরপ্রদেশে কংগ্রেস কোথায় রয়েছে? এখানে ওদের অস্তিত্ব নেই। গোটা দলটা একটা পরিবারের (গান্ধী পরিবার) সম্মান বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজবাদী পার্টির অবস্থাও তথৈবচ। সেই জন্যেই উত্তরপ্রদেশে ‘দো লড়কা’র জুটি প্রতিবার লঞ্চ হয়। আর প্রতিবারই সেটা ব্যর্থ হয়।”

মোদীর দাবি এবারেও এই জোট সুপারফ্লপ করবে। আর সেই সূত্রেই তাঁর কটাক্ষ, রাহুলরা হয়ত নির্বাচন শেষ হলেই বিদেশ চলে যাবেন। বোঝাতে চেয়েছেন সম্ভবত এখনও রাহুল গান্ধী পরিণত রাজনীতিবিদ হয়ে ওঠেননি। যদিও কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী বিদেশ যাচ্ছেন এমন কোনও খবর তাদের কাছে নেই। ঘটনা হল প্রধানমন্ত্রী মাঝেমধ্যেই হাসির ছলে যে কথা বলেন ভোট ময়দানে তার বিশেষ অভিঘাত পড়ে বলেই রাজনৈতিক মহল মনে করে।

বিষয়টি এমন হয়ে দাঁড়ায় যে, অনেকেই প্রশ্ন তোলেন রাহুল গান্ধী রাজনীতি নিয়ে সিরিয়াস নন, তাই তাঁর দলকে ভোট দিয়ে লাভ কী? এটা যে বিজেপির যে অত্যন্ত কৌশলী প্রচার সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সুকৌশলে ফের সেটাই উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

শীঘ্রই বিয়ের পিড়িতে রাহুল! আর কী কী প্ল্যানিং ফাঁস করলেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর

শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা! কীসের ইঙ্গিত? কী বলছেন মোদি?

Politics : Prime Minister Modi claims Rahul Gandhi is a part-time politician who may leave for a foreign trip after elections. Modi also targets Akhilesh Yadav, sparking controversy. Explore Modi’s comments and political implications.

Rahul Gandhi is not a full-time politician. He engages in politics at his convenience, sometimes active and sometimes inactive. Will Rahul Gandhi leave for a foreign trip right after the Lok Sabha elections? Prime Minister Narendra Modi has fueled this speculation.

Modi, without naming Rahul, mocked the Congress leader by suggesting he might go abroad post-elections. Modi also targeted Samajwadi Party chief Akhilesh Yadav. In a rally in Uttar Pradesh, Modi mentioned Congress and Samajwadi Party symbols and said, “The dreams of the hand and bicycle are shattered. They are planning who to blame for the loss. Someone told me they have booked their tickets to go abroad!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *