কলকাতা: নবান্ন থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার স্ট্রাইক নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। জানতে চেয়েছিলেন, বায়ুসেনা বালাকোটে যে স্ট্রাইক করেছিল তাতে কত জঙ্গি মারা গিয়েছে? আদৌ কোনও জঙ্গি মারা গিয়েছে কি না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঢাল করে বঙ্গ রাজনীতির ময়দানে নামলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা তোপ দাগলেন মমতার বিরুদ্ধে। সংবাদ সংস্থাকে দিলীবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তোলার হিম্মত পাকিস্তানেরও হয়নি।”
বলেন, “ওই দিন সকালেই পাকিস্তানের বিদেশমন্ত্রক ছবি দেখিয়ে মেনে নিয়েছিল অ্যাটাক হয়েছে।” দিলীপবাবু আরও বলেন, “ওই জায়গায় রিপোর্টারদের যেতে দেওয়া হয়নি। লাশ সরানোর জন্য ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। কেউ কেউ বলেছেন, ওখানে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। তাই সব ধুয়ে গিয়েছে।” দিলীপ ঘোষ আক্রমণের মাত্রা আরও চড়িয়ে বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তানের সুরে কথা বলছেন।“