‘দেশদ্রোহী’ মুশাররফকে ফাঁসির সাজা পাক আদালতের

লাহোর: দেশদ্রোহীতার মামলায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল লাহোরের বিশেষ আদালত৷ নওয়াজ শরিফ সরকারের করা একটি মামলার প্রেক্ষিতে এই ঐতিহাসিক সাজা ঘোষণা করে সিন্ধ, লাহোর ও পেশোয়ারে ৩ প্রধান বিচারপতির বেঞ্চ৷ পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনও সেনাশাসকের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হল৷ মুশাররফ এই মুহূর্তে দুবাইতে আছেন৷ পাশাপাশি তাঁর স্বপক্ষে

‘দেশদ্রোহী’ মুশাররফকে ফাঁসির সাজা পাক আদালতের

লাহোর: দেশদ্রোহীতার মামলায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল লাহোরের বিশেষ আদালত৷ নওয়াজ শরিফ সরকারের করা একটি মামলার প্রেক্ষিতে এই ঐতিহাসিক সাজা ঘোষণা করে সিন্ধ, লাহোর ও পেশোয়ারে ৩ প্রধান বিচারপতির বেঞ্চ৷ পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনও সেনাশাসকের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হল৷ মুশাররফ এই মুহূর্তে দুবাইতে আছেন৷

পাশাপাশি তাঁর স্বপক্ষে বলার সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন মুশাররফের আইনজীবী৷ যদিও আদালতের দাবি স্বপক্ষে বলার জন্য এরআগে পরপর ৬ বার সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতিকে৷

সূত্রের খবর, পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি এখন অসুস্থ৷ কিছুদিন আগেই হাসপাতালে শয্যাশায়ী অসুস্থ মুশাররফের একটি ভিডিও প্রকাশিত হয়৷ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের শাসকের ভূমিকায় ছিলেন মুশাররফ৷

২০০৭-সালের ৩ নভেম্বরে সংবিধান অমান্য করে সেনাপ্রধান হিসেবে কার্যকাল বৃদ্ধির জন্য দেশে এমার্জেন্সি জারি করেছিলেন মুশাররফ৷ পাকিস্তানের আইন অনুযায়ী যে অপরাধের একমাত্র সাজা মৃত্যুদণ্ড৷ এরপর নওয়াজ শরিফ সরকর ক্ষমতায় থাকাকালীন ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে দেশদ্রোহীতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা শুরু হয়৷

এরপর ২০১৬ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মুশাররফ এবং দুবাইতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন৷ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে মুশাররফের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =