কলকাতা: বেলাগাম বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এবার FIR দায়ের নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ জোড়া অভিযোগের ভিত্তিতে কমিশনের তরফে জেলা প্রশাসনের কাছে মামলা রুজুর নেওয়া দেওয়া হয়েছে বলে খবর৷
কমিশন সূত্রে খবর, কমিশনের তরফে তাঁর তৈরি গান ‘এই তৃণমূল আর না’ নিষেধ করার পরও বিভিন্ন সভায় বেপরোয়া ভাবে বেজেছে গান৷ কমিশনের তরফে সতর্ক করা হলেও কিছুই হয়নি৷ মূলত এই অভিযোগের ভিত্তিতে কমিশনের তরফে FIR দায়ের নির্দেশ দেওয়া হয়৷ একই সঙ্গে থানায় ঢুকে পুলিশ অফিসারকে ধমক দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় কমিশন৷
West Bengal: Election Commission registers 2 FIRs against Union Minister and BJP candidate from Asansol Babul Supriyo for continuing to play campaign song despite denial of permission by EC & for snatching the camera of an EC official who was video recording his rally (file pic) pic.twitter.com/1gMcyuIPRU
— ANI (@ANI) April 22, 2019
আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক দেওয়ার অভিযোগ উঠল তারকা প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, কর্তব্যরত ওই পুলিশ আধিকারিককে ‘নরকের কীটে’র সঙ্গে তুলনা করেন তিনি৷ জানা গিয়েছে, শনিবার রাতে কুলটির বিজেপি নেতা রাজু যাদবের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে আসানসোল থানার বরাকর ফাঁড়ির আইসি-সহ অন্যান্য পুলিশকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ভাঙচুরের পাশাপাশি রাজুর পরিবারের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই পুলিশকর্মীরা। গোটা বিষয়টি বাবুল সুপ্রিয়কে জানান দলের কর্মীরা। এমনকী ঘটনার সময়ের ভিডিও তাঁকে দেখানো হয়। এতেই উত্তেজিত হয়ে পড়েন বাবুল সুপ্রিয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমিশন৷
গত ৫ এপ্রিল কমিশনের হলফনামা জমা দিয়ে বাবুল জানান তাঁর নামে কোনও মামলা নেই৷ এবার নিজের বেপরোয়া মনোভাব দেখিয়ে পুলিশের খাতায় নাম তুললেন বিজেপির বিদায়ী সাংসদ৷