তৃণমূলে ‘প্যাকেজ’ টিকিট! বড় ভুল শুধরে নিলেন মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলীয় কাউন্সিলরদের বৈঠক থেকে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলবদল করা নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রীর ঘোষণা, চোরদের দলে রাখা হবে না৷ এদিন নাম না করে অর্জুন-মুকুলকে বার্তাও দেন তিনি৷ বলেন, ‘‘আমরাও তো কম ভুল করিনি৷ বিকাশ বোসু বউ, যে বিকাশকে মার্ডার করল সিপিএমের আমলে, বিচার পেল

তৃণমূলে ‘প্যাকেজ’ টিকিট! বড় ভুল শুধরে নিলেন মমতা

কলকাতা: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলীয় কাউন্সিলরদের বৈঠক থেকে শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলবদল করা নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রীর ঘোষণা, চোরদের দলে রাখা হবে না৷ এদিন নাম না করে অর্জুন-মুকুলকে বার্তাও দেন তিনি৷

বলেন, ‘‘আমরাও তো কম ভুল করিনি৷ বিকাশ বোসু বউ, যে বিকাশকে মার্ডার করল সিপিএমের আমলে, বিচার পেল না৷ তাঁর বউ তো আমাদের এমএলএ ছিল৷ আমরা ওকে টিকিট দিইনি৷ আত্মীয়ের কথা টিকিট দিয়েছিলাম৷ এটা আমাদের ভুল নই৷ ভালবেসে করেছিলাম৷ এই ভুল আমাদের সংশোধন করতে হবে৷ শুধু কর্মীদের ভুল হয় না, আমাদেরও ভুল হয়৷ আমি মনে করি এটা আমাদের বড় ভুল৷ বাবা দল করত, বাবার ছেলেকে টিকিট দিয়ে দিয়েছে৷ বাবা দল করত, আমরা ছেলেকে টিকিট দিয়ে দিয়েছি৷ বাবা-ছেলে! পটেক প্যাকেজ৷ এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে৷ যে বাবা-ছেলে ডেডিকেটেড, তাঁদের দিতে হবে৷ যাঁরা ভাবছে, আজ এপার, কাল ওপার করবেন, তারা চেলে যান৷ আপনাদের জন্য দল অনেক বদনাম কুড়িয়েছে৷’’

দলের টিকিট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ বলেন, ‘‘নিজেদের ইচ্ছমতো টিকিট দেওয়া হয়েছে৷ কোথাও কোথাও টিকেটের নামের পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে৷ আমরা আর জেলার নেতাদের হাতে টিকিট দেব না৷ হাতে হাতে এবার টিকিট দেওয়া হবে৷’’

মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ কেউ চুরি করছে৷ আর যখন তা ধরে পড়ছে, তখন বিজেপিতে নাম লেখাচ্ছে৷ ওরা ভাবছে, চুরি করে বিজেপিতে গেলে পার পেয়ে যাবে৷ না, তা হবে না৷ কেউ পার বে না৷ সরকার পাই পয়সা বুঝে নেবে৷’’ দলবদলের হিড়িক প্রসঙ্গে নেত্রীর বার্তা, যারা যেতে চাই, তাড়িতাড়ি চলে যাক৷ ১০-১২ জন গেলে ৫০০ জনকে তৈরি করব৷ যাত যাবে তত ভাল৷ নতুনরা সুযোগ পাবে৷ আমাদেরও কাজ করতে সুবিধা হবে৷’’ চোরদের দলে কোনও জায়গা দেওয়া হবে না বলেও জানান তিনি৷ একই সঙ্গে দলছুট নেতাদের ফের দলে টানার প্রবনতায় লাগাম টানতে দলের শীর্ষ নেতৃত্বকে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো৷ বলেন, ‘‘হাত-পা ধরে দলে ঢোকানোর ব্যবস্থা যা না করা হয়৷ এই সব বন্ধ করো৷’’

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ইভিএম কেলেঙ্কারির অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার ৩ হাজার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক থেকে বাংলার নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা তৃণমূল সুপ্রিমো৷ আগামী পঞ্চায়েত ও পুরভোটে নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন করা হবে বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো৷

মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লোকসভায় ৩০০টি ইভিএমে প্রোগ্রামিং করা ছিল৷ আমরা খরব পাচ্ছি৷ এবারের ভোটে প্রচুর ইভিএম খারাপ ছিল৷ সেগুলি বদলে দেওয়া হয়৷ কিন্তু, ওই বদলে দেওয়া ইভিএমে মকপোল হয়েছিল? কে জানে ওইগুলির মধ্যে আগে থেকেই কিছু লোড করে রাখা ছিল কি না৷ তাই আমাদের একই দাবি, ইভিএম নয়, ব্যালট ফেরাও৷ এই আমাদের ২১ জুলাইয়ের দাবি হবে৷’’

জানান, ‘‘আমরা এবার ইভিএমের বদলে ব্যালটে পঞ্চায়েত ও পুরসভা ভোট করানো হবে৷ আমরা যখন ব্যালট ফেরানোর দাবি তুলছি, তখন এই বাংলা থেকেই আমরা ব্যালট ফেরাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =