প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বোলপুর: বীরভূমে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ভোটের সময়ই দেখা মেলে সাংসদের। কিন্তু ৫টি বছর কিভাবে কাটে তার কেন্দ্রের মানুষের জীবনটা তা দেখতে একবারও আসেন না সাংসদ। এই ক্ষোভে আছড়ে পড়ে জনরোষ। এদিন সকালে প্রচারে সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পৌঁছালে শতাব্দী রায়কে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। তাঁরা তাঁকে প্রশ্ন করেন

db9ef4799a9108d289f8a0a211e7e0d1

প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বোলপুর: বীরভূমে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ভোটের সময়ই দেখা মেলে সাংসদের। কিন্তু ৫টি বছর কিভাবে কাটে তার কেন্দ্রের মানুষের জীবনটা তা দেখতে একবারও আসেন না সাংসদ। এই ক্ষোভে আছড়ে পড়ে জনরোষ।

এদিন সকালে প্রচারে সিউড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পৌঁছালে শতাব্দী রায়কে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। তাঁরা তাঁকে প্রশ্ন করেন যে এলাকার সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি কিছু যানেন কি না। তার উত্তরে শতাব্দী জবাব দিতে তো পারলেনই না উপরন্তু তাঁর দলের কর্মীদের বললেন তাঁকে অন্য রাস্তা থেকে নিয়ে যেতে। তখন এলাকাবাসীরা তাঁর পথ আটকে ধরেন ও তার সামনেই ক্ষোভ উগরে দেন।

এলাকায় দীর্ঘ দিন ধরে জল কষ্টে ভুগছে সাধারণ মানুষ। গরম পড়লে আরো বাড়ে জলের সঙ্কট। পৌর প্রতিনিধিকে বলে কোনও সুরাহা হয়না। তাঁরা অভিযোগ করেন ভোটের আগে দেখানোর জন্য ফেলা হয়েছে জলের পাইপ। ভোট চলে গেলেই গত বারের মতো উধাও হয়ে যাবে সেই পাইপও। সরকারি কোনও প্রকল্প পেতে গেলেও তৃণমূল কর্মীদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। শুধু নির্বাচনের আগেই ভোট চাইতে আসেন শতাব্দী তিনি কি জানেন তাঁর এলাকার মানুষের দুর্দশার কথা। এর উত্তরে স্বভাবিক ভাবেই কিছুই বলতে পারেননি তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *