নবান্নের সর্বদল বৈঠকে ‘না’ বিরোধীদের, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যতে প্রভাব পড়বে নাতো

নবান্নের সর্বদল বৈঠকে ‘না’ বিরোধীদের, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যতে প্রভাব পড়বে নাতো

opposition

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধিতায় বিরোধী পক্ষ নতুন আঙ্গিকে জোট গঠন করেছে। সেই ‘ইন্ডিয়া’ জোট নিয়ে এখন সব ক্ষেত্রে আলোচনা চলছে। ইতিমধ্যে তারা দু’দফায় বৈঠকও সেরেছে যেখানে বাম, কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা এক মঞ্চে ছিলেন। এই জোটের তৃতীয় বৈঠক মুম্বইয়ে হওয়ার কথা। কিন্তু তার আগে বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই বিরোধী জোটের আগামী দিন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বঙ্গের সর্বদল বৈঠক করতে যাচ্ছে না বিরোধীরা। 

মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর, সিপিএম-কংগ্রেসের কোনও প্রতিনিধিই আজকের এই বৈঠকে থাকছে না। মূলত ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে আজ সর্বদল হওয়ার কথা। কিন্তু বিরোধীরা কেউই এই বৈঠকে সামিল না হওয়ায় ‘ইন্ডিয়া’ জোট নিয়ে হঠাৎ জল্পনা শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট মুম্বইয়ের জোট বৈঠকে যখন সকলে থাকবেন সেখানে আজকের সর্বদল বৈঠক নিয়ে কেন বিরোধীদের উদাসীনতা, তা জানতে চান অনেকেই। জাতীয় রাজনীতির সঙ্গে বঙ্গের রাজনীতির এই যে তফাৎ তা অধিকাংশ মানুষের কাছে একাধিক প্রশ্নচিহ্ন নিয়ে আসছে। 

বিষয় হল, বিজেপি যে কোনওভাবেই এই বৈঠকে থাকত না তা আলাদা করে বলে দিতে হয় না। কারণ তারা ইতিমধ্যেই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে। কিন্তু কংগ্রেস বা সিপিএম এই বিষয় নিয়ে আলোচনায় রাজি নয়। তাদের বক্তব্য, অন্য অনেক ইস্যু রয়েছে যা নিয়ে আলোচনা হতে পারে। রাজ্য সরকারের এই নির্দিষ্ট ইস্যু নিয়ে কেন উৎসাহ তা নিয়ে প্রশ্ন তাদের। সব মিলিয়ে এখন ব্যাপারটি সেই দিল্লিতে দোস্তি আর বঙ্গে কুস্তির মতো।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =