কোন অঙ্কে অবধেশ প্রসাদ হবেন বিরোধীদের ডেপুটি স্পিকার প্রার্থী?

বিরোধীদের অন্যতম দলিত মুখ ডেপুটি স্পিকার পদে? (Akhilesh Prasad Deputy Speaker) ঐকমত্যের ভিত্তিতে লোকসভায় স্পিকার নির্বাচিত হননি ওম বিড়লা। সেখানে ভোটাভুটি হয়েছে। অন্যদিকে ডেপুটি স্পিকার…

Akhilesh Prasad Deputy Speaker opposition candidate Deputy Speaker

বিরোধীদের অন্যতম দলিত মুখ ডেপুটি স্পিকার পদে? (Akhilesh Prasad Deputy Speaker)

ঐকমত্যের ভিত্তিতে লোকসভায় স্পিকার নির্বাচিত হননি ওম বিড়লা। সেখানে ভোটাভুটি হয়েছে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদ সাধারণভাবে বিরোধীদের দিয়ে থাকে সরকার পক্ষ। এবার বিজেপি এই পদটিও নিজেদের হাতে রাখতে চাইছে। কিন্তু সেখানেও বিরোধীরা প্রার্থী দিতে চাইছে। আর সেই প্রার্থী হলেন উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির বর্ষীয়ান সাংসদ অবধেশ প্রসাদ। যিনি বিরোধীদের অন্যতম দলিত মুখ। কিন্তু কেন তাঁকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে চাইছে বিরোধীরা?

ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিলেও বিরোধীদের হার সুনিশ্চিত (Opposition candidate Deputy Speaker)

লোকসভায় সরকার পক্ষের হাতে যে সংখ্যা রয়েছে তাতে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিলেও বিরোধীদের হার সুনিশ্চিত। সূত্রের খবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই ডেপুটি স্পিকার পদে ফৈজাবাদের সাংসদকে প্রার্থী করতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট। কারণ একটাই, অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদে এবার হেরে গিয়েছে বিজেপি। যে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে হিন্দুত্ব আবেগ দেশ জুড়ে উচ্চগ্রামে ছড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা ধাক্কা খেয়েছে সেখানে। তাই অবধেশ ডেপুটি স্পিকার পদে প্রার্থী হলে সেই প্রসঙ্গ নতুন করে খুঁচিয়ে তুলতে পারবেন বিরোধীরা।

অবধেশ বিরোধীদের প্রার্থী হলে চাপে পড়বে বিজেপি (BJP defeat, Faizabad constituency)

তাতে কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে প্রাসঙ্গিক হবে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের বিষয়টি। সেক্ষেত্রে ডেপুটি স্পিকার পদে বিজেপি প্রার্থী অনায়াসে জিতে গেলেও অবধেশ বিরোধীদের প্রার্থী হলে বিজেপিকে নিশ্চিত ভাবে তাড়া করে বেড়াবে ফৈজাবাদের পরাজয়ের ঘটনা। নতুন করে আলোচনা হবে সেই লোকসভার ফলাফল নিয়ে। এভাবেই বিরোধীরা ঘুঁটি সাজাচ্ছে বলে খবর। প্রথমে কংগ্রেস চেয়েছিল ডেপুটি স্পিকার পদে কেরলের আট বারের সাংসদ কে সুরেশকে প্রার্থী করতে। কিন্তু এই ভিন্ন ভাবনা উঠে আসার পরেই সেই জায়গা থেকে কংগ্রেস সরে এসেছে বলে খবর।

হিন্দুত্ববাদকে সামনে রেখে প্রচার (Hindutva politics)

ফৈজাবাদ কেন্দ্রে গত দু’বারের জেতা বিজেপি প্রার্থী লাল্লু সিংকে এবার হারিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী দলিত সম্প্রদায়ের অবধেশ প্রসাদ। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে বিজেপির। আসলে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর সেই হাওয়ায় বিরোধীরা ভেসে যাবে বলে বিজেপি নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। প্রথম দু’দফা নির্বাচনের পর পুরোপুরি ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি সর্বস্তরের নেতৃত্ব, এমনটাই অভিযোগ বিরোধীদের। সেখানে রাম মন্দির যে লোকসভার অন্তর্গত সেখানেই কিনা হেরে গেল বিজেপি! তবে কী আগামী দিনে হিন্দুত্ববাদের প্রচারকে সামনে রেখে আর ভোটে বাজিমাত করা যাবে না?

শুধু ধর্ম ধর্ম করলে পেট ভরবে?

ঘটনা হল সাধারণ খেটে খাওয়া মানুষ আগে দৈনন্দিন রুটিরুজির কথা ভাবেন। তারপর তাঁর মনে আসে ধর্মের কথা। তাই শুধু ধর্ম ধর্ম করলে যে পেট ভরবে না, এটা আজ বুঝে গিয়েছেন সাধারণ মানুষের বড় অংশ। সেই অংশের মানুষের একাংশ যাঁরা এতদিন বিজেপিকে ভোট দিয়ে আসছিলেন তাঁরা এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। আর তাতেই উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে ডেপুটি স্পিকার পদে বিরোধীরা শেষ পর্যন্ত যদি অবধেশ প্রসাদকে প্রার্থী করে তাতে বিজেপি যে অসম্ভব অসস্তিতে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-

ভাবী প্রধানমন্ত্রী অখিলেশ! এমন হোর্ডিং দিয়ে কী বার্তা…

কূটনৈতিক সফর পুরোদমে শুরু করে দিচ্ছেন মোদী, যাবেন রাশিয়াতেও?

ভোটের ফলে উধাও অ্যাংরি ইমেজ! চেনা মুডে কবে দেখা যাবে?

সংসদের শুরুতেই বারবার কেন উঠছে জরুরি অবস্থার প্রসঙ্গ?

PoliticsAkhilesh Prasad emerges as the opposition’s candidate for Deputy Speaker, capitalizing on BJP’s loss in Faizabad and the fading appeal of Hindutva politics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *