হাওড়া: পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলায় জেলায় শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক। ইতিমধ্যেই শ’তিনেকের বেশি প্রশাসনিক বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর এই প্রথম প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন বিরোধী দলের বিধায়করাও৷
আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। হাওড়ার সরৎ সদনে এই প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন হাওড়া জেলার সমস্ত সাংসদ সদস্য, বিধায়ক, জেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্তারা৷ এই তালিকা থেকে বাদ পড়েননি বিরোধীদলের বিধায়ক৷ ইতিমধ্যেই জেলাশাসকের তরফে বিরোধীদলের বিধায়কদের আমন্ত্রণপত্র দূর মারফৎ পাঠিয়ে দিয়েছে জেলাশাসকের দপ্তর৷ জেলা প্রশাসনের আমন্ত্রণ পেয়ে খুশি বিরোধী দলের বিধায়করা৷ তাঁরা জানিয়েছেন, তাঁরা প্রশাসনিক বৈঠক অংশ নেবেন ও নিজেদের দাবি দাওয়া জানাবেন৷ আজ ১২টায় হাওড়া শরৎ সদন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত দপ্তরের অফিসারদের নিয়ে বৈঠকে বসার কথা৷