বিরোধীদের টাকা নিতে তৃণমূলী ছুতমার্গ! কড়া ব্যবস্থা অধ্যক্ষের

কলকাতা: বিরোধী বিধায়করা টাকা খরচ করতে পারছেন না৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে পুরসভা বিরোধী বিধায়কদের টাকা নিতে অস্বীকার করছে৷ সোমবার বিধানসভায় এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য৷ বিরোধীদের অভিযোগ শুনে ব্যবস্থা নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিধানসভায় দাঁড়িয়ে বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, এলাকা উন্নয়নের টাকা আমরা খরচ করতে

বিরোধীদের টাকা নিতে তৃণমূলী ছুতমার্গ! কড়া ব্যবস্থা অধ্যক্ষের

কলকাতা: বিরোধী বিধায়করা টাকা খরচ করতে পারছেন না৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে পুরসভা বিরোধী বিধায়কদের টাকা নিতে অস্বীকার করছে৷ সোমবার বিধানসভায় এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য৷ বিরোধীদের অভিযোগ শুনে ব্যবস্থা নিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

এদিন বিধানসভায় দাঁড়িয়ে বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, এলাকা উন্নয়নের টাকা আমরা খরচ করতে পারছি না৷ পঞ্চায়েত বা পুরসভা এলাকায় আমাদের অলিখিত ভাবে বলে দেওয়া হচ্ছে, আপনারা বিরোধী তাই টাকা খরচ করা যাবে না৷ বিরোধী বিধায়কদের টাকায় কোনও প্রকল্পের উদ্বোধনেও হলেও আমন্ত্রণ পর্যন্ত পাঠানো হয় না৷ প্রকল্পের গায়ে সেই বিরোধী বিধায়কের নাম পর্যন্তও রাখা থাকে না৷

এই অভিযোগ শোনার পর বিরোধী বিধায়কদের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এইরকম অভিযোগ যদি থাকে তাহলে বিধায়করা তা জমা দেবেন৷ সেই স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে৷ এইরকম যেন না হয় তার ব্যবস্থা নেওয়া দরকার৷ এটা মোটেই কাঙ্খিত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *