নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মোদির বিরুদ্ধে মামলা বিরোধীদের

কলকাতা: চলতি লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা করেছে বিভিন্ন বিরোধী দল। কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তা নিয়ে কোনও পদক্ষেপ না করায় বিরোধীরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে। শুক্রবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই ইঙ্গিত দেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, সেনাবাহিনীর শৌর্যের

e94d4d9bd90361a6200b6960db1918a9

নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মোদির বিরুদ্ধে মামলা বিরোধীদের

কলকাতা: চলতি লোকসভা ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা করেছে বিভিন্ন বিরোধী দল। কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তা নিয়ে কোনও পদক্ষেপ না করায় বিরোধীরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে।

শুক্রবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই ইঙ্গিত দেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, সেনাবাহিনীর শৌর্যের কৃতিত্ব দাবি করে এবার কোনও দল ভোটের প্রচার করতে পারবে না বলে কমিশন বিশেষ নির্দেশিকা জারি করেছিল। কিন্তু কমিশনের সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভায় পুলওয়ামা ও বালাকোটকাণ্ড নিয়ে ফৌজের কৃতিত্বের ভাগীদার হওয়ার বাণী দিচ্ছেন।

এনিয়ে তথ্যপ্রমাণ সহ কমিশনে সিপিএম ও অন্যান্য রাজনৈতিক দল মোদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছে। বিরোধী নেতৃত্ব কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেও এই দাবি জানিয়েছে। কিন্তু কমিশন রহস্যজনকভাবে এনিয়ে নীরব। তার কারণ আমাদের কাছেও অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *