‘বাঘিনী’ মমতাকে রুখতে কামিশনে যাচ্ছে বিরোধীরা

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক রুখতে আসরে নামল বিরোধীরা৷ ভোটের মুখে মমতার জীবন নিয়ে তৈরি সিনেমার মুক্তি রুখতে নির্বাচন কমিশনে নালিশ সিপিএম নেতৃত্বের৷ শুধু ছবি মুক্তিই নয়, মুখ্যমন্ত্রীর বায়োপিক এর ট্রেলার এর প্রদর্শন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলেও অভিযোগ তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ইতিমধ্যেই এই অভিযোগ কমিশনেও জানিনো

‘বাঘিনী’ মমতাকে রুখতে কামিশনে যাচ্ছে বিরোধীরা

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক রুখতে আসরে নামল বিরোধীরা৷ ভোটের মুখে মমতার জীবন নিয়ে তৈরি সিনেমার মুক্তি রুখতে নির্বাচন কমিশনে নালিশ সিপিএম নেতৃত্বের৷

শুধু ছবি মুক্তিই নয়, মুখ্যমন্ত্রীর বায়োপিক এর ট্রেলার এর প্রদর্শন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে বলেও অভিযোগ তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ইতিমধ্যেই এই অভিযোগ কমিশনেও জানিনো হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে খবর৷

https://youtu.be/N94f8i0NwNE

লোকসভা নির্বাচনের আগে বিধিভঙ্গের অভিযোগ তুলে স্থগিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক৷ এবার মোদির বায়োপিক বন্ধ হওয়ার নির্দেশকে হাতিয়ার করে এবার লোকসভা নির্বাচনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী’ প্রদর্শন রোখার দাবি জানানো হয়েছে৷ তবে, ‘বাঘিনী’ নামাঙ্কিত ছবিটি মুখ্যমন্ত্রীর বায়োপিক বলতে নারাজ নির্মাতারা৷ এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছেন তাঁরা৷ ছবিটি  পরিচালক নেহাল দত্ত৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাঘিনী’র ট্রেলার৷ আর তাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + nineteen =