মোদিকে খোলা চিঠি, অর্পণা-কৌশিককে তীব্র কটাক্ষ তথাগতের

কলকাতা: এবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার জন্য নাম না করে অপর্ণা সেন, কৌশিক সেনকে আক্রমণ করলেন তথাগত রায়৷ তিনি বলেন, কিছু বুদ্ধিজীবী নিরেপেক্ষতার ভেক ধরে আছেন৷ এমনকী তাঁদের ডবোল স্টেনডারট বলেও কটাক্ষ করেন মেঘালয়ের রাজ্যপাল৷ জয় শ্রীরামের নামে দেশজুড়ে কিছু মানুষ অসুহিষ্ণতা ছড়াচ্ছে বলে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সঞ্জয় লিলা বনসালির মতো নাগরিক সমাজের প্রতিনিধিরা মোদির কাছে

মোদিকে খোলা চিঠি, অর্পণা-কৌশিককে তীব্র কটাক্ষ তথাগতের

কলকাতা: এবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার জন্য নাম না করে অপর্ণা সেন, কৌশিক সেনকে আক্রমণ করলেন তথাগত রায়৷  তিনি বলেন, কিছু বুদ্ধিজীবী নিরেপেক্ষতার ভেক ধরে আছেন৷ এমনকী তাঁদের ডবোল স্টেনডারট বলেও কটাক্ষ করেন মেঘালয়ের রাজ্যপাল৷

জয় শ্রীরামের নামে দেশজুড়ে কিছু মানুষ অসুহিষ্ণতা ছড়াচ্ছে বলে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সঞ্জয় লিলা বনসালির মতো নাগরিক সমাজের প্রতিনিধিরা মোদির কাছে অভিযোগ জানান৷ এবার সেই নাগরিক সমাজকে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল৷

বলেন, একপেশে হয়ে কিছু বুদ্ধিজীবী সবকিছু বিচার করছে৷ যা কখনই ঠিক নয়৷ যদি সব ধর্ম, সব সম্প্রদায়কে বিচার করে কথা বলতেন তাহলে আমার আপত্তি ছিল না বলে জানান তথাগত রায়৷ এমনকি প্রধানমন্ত্রীকে লেখা অপর্ণা সেন ও কৌশিক সেনদের চিঠির বয়ান নিয়ে আপত্তি তোলেন তথাগত রায়৷ বলেন, রাজ্যের বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেই পারেন৷ তবে তারমধ্যে একটা ভারসাম্য থাকা উচিত ছিল৷ কিন্তু, তা হয়নি বলে মনে করেন মেঘালয়ের সাংবিধানিক প্রধান৷ তাঁর অভিযোগ, অন্য একটি সম্প্রদায়কে তুষ্ট করতেই নাগরিক সমাজ জয় শ্রীরাম ধ্বনি নিয়ে আপত্তি জানিয়েছেন৷ যা কখনই কাম্য নয় বলে মনে করেন তথাগত রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + four =