শহিদ দিবসে যাওয়ার পথে সন্তান প্রসব, ২১-এ জন্ম ‘একুশি’র

তৃণমূলের শহিদ দিবসে যাওয়ার পথেই সন্তান প্রসব৷ বাসের মধ্যেই ওঠে প্রসব যন্ত্রণা৷ পরে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হলে কন্যা সন্তানের জন্ম দিন তিনি৷ ২১-এর সভায় যাওয়ার পথে সন্তানের জন্ম হওয়া ওই নাম রাখা হয়েছে একুশি৷ মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর৷ জানা গিয়েছে, এদিন শহিদ দিবসে ধর্মতলা যাওয়ার পথে বরাহনগরের কাছে

শহিদ দিবসে যাওয়ার পথে সন্তান প্রসব, ২১-এ জন্ম ‘একুশি’র

তৃণমূলের শহিদ দিবসে যাওয়ার পথেই সন্তান প্রসব৷ বাসের মধ্যেই ওঠে প্রসব যন্ত্রণা৷ পরে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হলে কন্যা সন্তানের জন্ম দিন তিনি৷ ২১-এর সভায় যাওয়ার পথে সন্তানের জন্ম হওয়া ওই নাম রাখা হয়েছে একুশি৷ মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর৷

জানা গিয়েছে, এদিন শহিদ দিবসে ধর্মতলা যাওয়ার পথে বরাহনগরের কাছে ডানলপ মোড়ের কাছে ওঠে প্রসব যন্ত্রণা ওঠে বর্ধমানের নীলপুরের বাসিন্দা রেখা দাসের৷ মুহূর্তেই বাস থামিয়ে নিয়ে যাওয়া হয় বরাহনগর হাসপাতালে৷ সেখানে কন্যা সন্তানের জন্ম দেন ওই প্রসূতি৷ মা ও সন্তান আপাতত সুস্থ৷ চলছে চিকিৎসা৷ ২১ জুলাইয়ের দিন সন্তানের জন্ম হওয়ায় সদ্যজাতের নাম দেওয়া হয় ‘একুশি’৷ কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশি বাবা অধীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fourteen =