চেন্নাই: ডিএমকের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক নেতা-মন্ত্রীর ছেলে-মেয়েরা। প্রার্থী করা হয়েছে প্রয়াত ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির কন্যা কানিমোঝি, প্রপৌত্র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারান, পার্টির শীর্ষ নেতা দুরাই মুরুগানের ছেলে ডিএম কাথির আনন্দ, অপর শীর্ষ নেতা আর্কোট এন বীরস্বামীর ছেলে ডা. কলানিধি বীরস্বামী, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কে পোনমুডির ছেলে গৌতম সিগামানিদের।
স্বভাবতই এই প্রার্থী তালিকা ঘিরে পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগ উঠেছে তামিলনাড়ুর প্রধান বিরোধী দলের বিরুদ্ধে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিযোগ উড়িয়ে দিলেন করুণানিধি-কন্যা তথা রাজ্যসভার সদস্য কানিমোঝি। সাফ জানালেন, যাঁরা দীর্ঘদিন ধরে পার্টির কাজ করছেন, শুধুমাত্র তাঁদেরই লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রথম লোকসভা ভোটে লড়ছেন কানিমোঝি। দক্ষিণ তামিলনাড়ুর তুতিকোরিন আসনে বোনকে প্রার্থী করেছেন বর্তমান ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন।