কলকাতা: সোমবার চতুর্থ দফায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আটটি লোকসভা আসনে ভোট। এই ভোটের মধ্যে দিয়ে হতে চলেছে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী ও অনুব্রত মণ্ডলের শক্তি পরীক্ষা৷ প্রায় ১০০ শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী৷
রাজনৈতিক দলগুলির কাছে আটটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ হলেও রাজ্যবাসীর নজর বহরমপুর আসনের দিকে। বহরমপুরকে কেন্দ্র করে অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর দ্বৈরথ বহরমপুর আসনটিকে আক্ষরিক অর্থেই ‘প্রেস্টিজ ফাইটে’র মর্যাদা দিয়েছে। পাশের জেলা বীরভূমে ‘নকুলদানা খ্যাত’ অনুব্রত মণ্ডল এবারও ১০০শতাংশ কেন্দ্রীয় বাহিনী সুরক্ষিত বুথে চড়াম চড়াম ঢাকের বোল তুলতে পারেন কি না, সেটা দেখতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সোমবার বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা আসনে ভোট নেওয়া হবে। শনিবার বিকেল ছ’টায় শেষ হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচার।