২৩ মে পরিবর্তন আসবে বাংলায়, অমিতকে কালো পতাকা তৃণমূলের

কলকাতা: বাংলায় প্রথম রোড-শো করে বাংলায় পরিবর্তের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মিছিল এগতেই অমিত শাহের বিরুদ্ধে কালো পতাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কড়া পুলিশি পাহারা ব্যবস্থা রয়েছে৷ মঙ্গলবার বিকালে লেনিন সরণি থেকে শুরু হয় অমিত শাহের সভা৷ সভা ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ এদিন

২৩ মে পরিবর্তন আসবে বাংলায়, অমিতকে কালো পতাকা তৃণমূলের

কলকাতা: বাংলায় প্রথম রোড-শো করে বাংলায় পরিবর্তের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মিছিল এগতেই অমিত শাহের বিরুদ্ধে কালো পতাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কড়া পুলিশি পাহারা ব্যবস্থা রয়েছে৷

২৩ মে পরিবর্তন আসবে বাংলায়, অমিতকে কালো পতাকা তৃণমূলের

মঙ্গলবার বিকালে লেনিন সরণি থেকে শুরু হয় অমিত শাহের সভা৷ সভা ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷ এদিন রোড শো থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অমিত শাহ৷ বলেন, ‘‘আগামি ২৩ মে বাংলায় ২৩টি আসন পাবে বিজেপি৷ বাংলায় পরিবর্তন আসছে৷ এই যে মানুষের ঢল নেমেছে, এটাই বলে দিচ্ছে বাংলায় পরিবর্তন আসন্ন৷’’

এদিন আমিত শাহের রোড-শোয়ে কালো পতাকা দেখানোর জন্য ক্যাম্পাসের গেটে জমায়েত করেন কলকাতা বিশ্ববিদ্যালেয়র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে মোদি সরকারের বিরোধীতা করা হয়৷ কাল পতাকা দেখিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়, ‘‘অমিত শাহ বাংলাকে কাঙাল বলেছে৷ এটা আমাদের অপমান৷ তাই আমরা আজ অমিত শাহকে কালো পতাকা দেখালাম৷’’

এদিন বিজেপির মারমুখী কর্মীদের হাত থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের রক্ষা করতে ক্যাম্পাসের বাইরে ব্যারিকে গড়ে দেয়৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তারও উপর পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *