কলকাতা: ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি তুললেন মুকুল রায়৷ রবিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে এই দাবি করেন তিনি৷
বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘‘সরকারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে মমতার আমলে তৈরি করা ২১ জুলাই কমিশনের রিপোর্ট কেন প্রকাশ হচ্ছে না? আসলে মমতা নিজে চাইছেন না ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ হোক। তাঁর কারণ ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ হলে মমতার সব থেকে অসুবিধে হবে৷ ২১ জুলাইয়ের দোষি পুলিশ অফিসারদের নায়করা সবাই মমতার সরকারের সঙ্গে রয়েছেন৷’’ তাই তাদের বাঁচাতে ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ করাহচ্ছে না বলে দাবি করেন মুকুল রায়৷
২১ জুলাই শহিদ দিবসের মর্যাদা তৃণমূল কংগ্রেস আর দেয় না বলেও এদিন জানান বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তারসঙ্গে প্রাথমিক শিক্ষকদের অনশন নিয়েও মুকুল রায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন৷ তিনি জানান, একসময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী টানা অনশন করেছিলেন৷ আর সেই মুখ্যমন্ত্রী এখন প্রাথমিক শিক্ষকদের অনশন নিয়ে কোন কথা বলছেন না৷ তৃণমূলের সময় হয়ে এসেছে৷ রাজ্যের সর্বস্তরের মানুষ শাসকের বিরোধীতায় নামছে বলে জানান অভিযোগ করেন মুকুল রায়৷