OMG! প্রিয়াঙ্কায় মুগ্ধ বিজেন্দ্র সিং, কেন জানেন?

নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাকে বেশ পছন্দ হয়েছে বক্সার বিজেন্দ্র সিংয়ের। বিশেষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদকের সারল্যে মুগ্ধ তিনি। নেত্রীর হাঁটাচলা, কথা বলার ভঙ্গির মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়াই দেখছেন বলে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। অ্যামেচার বক্সিং থেকে প্রফেশনাল বক্সিং, সেখান থেকে আচমকাই রাজনীতির রিংয়ে অভিষেক হয়েছে বিজেন্দ্রর। যদিও

957c3150480f76184a09e0b99a7e3778

OMG! প্রিয়াঙ্কায় মুগ্ধ বিজেন্দ্র সিং, কেন জানেন?

নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাকে বেশ পছন্দ হয়েছে বক্সার বিজেন্দ্র সিংয়ের। বিশেষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদকের সারল্যে মুগ্ধ তিনি। নেত্রীর হাঁটাচলা, কথা বলার ভঙ্গির মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়াই দেখছেন বলে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী।

অ্যামেচার বক্সিং থেকে প্রফেশনাল বক্সিং, সেখান থেকে আচমকাই রাজনীতির রিংয়ে অভিষেক হয়েছে বিজেন্দ্রর। যদিও কথাবার্তা যেভাবে বলছেন তাতে তাঁকে আনকোরা মনে হচ্ছে না। তবে সোনিয়া গান্ধীর কন্যা যে এই বক্সারের মনকে প্রভাবিত করেছেন সে কথা স্বীকার করতে পিছপা হচ্ছেন না বিজেন্দ্র।

এই কেন্দ্রে বিদায়ী সাংসদ রমেশ বিধুরিকেই প্রার্থী করেছে বিজেপি। আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। দুই প্রতিদ্বন্দ্বীকেই কার্যত পাত্তা দিচ্ছেন না বক্সার-রাজনীতিক। সাফ জানিয়েছেন, ‘বাকি প্রার্থীদের সঙ্গে কোনও প্রতিযোগিতাই নেই। আমি আমার কথা সকলের সামনে রাখব এবং কখনও মিথ্যা বলব না। আমি কৃষক পরিবার থেকে আসা এক বাস চালকের সন্তান। আমি শূন্য থেকে শুরু করেছি এবং সবেমাত্র বসন্ত কুঞ্জে থাকা শুরু করেছি। বর্তমান সাংসদ বিধুরি একজন খারাপ লোক। তাঁকে মানুষ পছন্দ করে না। আর আপ প্রার্থী রাঘব চাড্ডা ‘বাচ্চা’। তাঁর সম্পর্কে বেশি কিছু জানেন না। এই হল দুই প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বিজেন্দ্র’র মূল্যায়ন। মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ‘এসি ঘরে বসে ধর্নার রাজনীতি’ করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তাঁর মতে, পরিস্থিতির শিকার হয়েই কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিল আপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *