কলকাতা: ফের প্রদেশ কংগ্রেসের বড়সড় ভাঙন ধরাল তৃণমূল৷ দল ছাড়লেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ওম প্রকাশ মিশ্র৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলবদল তিনি৷ তৃণমূলে যোগ দিতেই এডুকেশন সেলের চেয়ারম্যান করা হয় ওম প্রকাশ মিশ্রকে৷
আজ বিধানসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান ওম প্রকাশ মিশ্র৷ সেখানেই তাঁর দল বদল করানো হয়৷ ওম প্রকাশ মিশ্র যখন নতুন দলের নাম লেখাচ্ছেন, ঠিক তখনই বিধানসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয় কংগ্রেসের তরফে৷
কংগ্রেসের পরিষদীয় দলের তরফে আজ সংবর্ধনা দেওয়া হয় অধীরকে৷ সেই অনুষ্ঠানে কিছু মুহূর্ত আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখান ওম প্রকাশ মিশ্র৷ তৃণমূলে নাম লেখাতেই হাতেহাতে পেয়ে যান উপহার৷ তৃণমূল সর্বভারতীয় এডুকেশন সেলের চেয়ারম্যান করা হয় তাঁকে৷ সূত্রের খবর, পোড় খাওয়া আইনজীবী ওম প্রকাশ মিশ্রকে বিধানসভায় প্রার্থী করতে পারে তৃণমূল৷ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবে অধ্যাপক পদে রয়েছে ওমপ্রকাশবাবু৷