দক্ষিণেশ্বরে মায়ের পায়ে মনোনয়নপত্র ছুঁইয়ে জমা দেবেন নুসরত

বারাসত: ভোট মানেই রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। আর যে কোনও লড়াইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে হার-জিত। এখনও অনেকেরই বিশ্বাস, কায়িক পরিশ্রম, মেধা, প্রচেষ্টা যতই থাকুক, হার-জিতের পিছনে ভাগ্যও জড়িত থাকে। তাই জনসভা, মিটিং, মিছিল তো রয়েছেই। কিন্তু, দেবতার আর্শীবাদ না থাকলে কী চলে? সেই কারণে পুরোহিত দিয়ে পঞ্জিকা দেখেই দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শুভদিন ঠিক

দক্ষিণেশ্বরে মায়ের পায়ে মনোনয়নপত্র ছুঁইয়ে জমা দেবেন নুসরত

বারাসত: ভোট মানেই রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই। আর যে কোনও লড়াইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে হার-জিত। এখনও অনেকেরই বিশ্বাস, কায়িক পরিশ্রম, মেধা, প্রচেষ্টা যতই থাকুক, হার-জিতের পিছনে ভাগ্যও জড়িত থাকে। তাই জনসভা, মিটিং, মিছিল তো রয়েছেই। কিন্তু, দেবতার আর্শীবাদ না থাকলে কী চলে? সেই কারণে পুরোহিত দিয়ে পঞ্জিকা দেখেই দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শুভদিন ঠিক করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

সেই শুভ দিনক্ষণ অনুযায়ী আগামীকাল, সোমবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা করবেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। সাফল্য কামনা করে তাঁর মনোনয়নপত্র ভবতারিণীর পায়েও স্পর্শ করানো হবে।

বসিরহাট কেন্দ্রে লড়াই এবার জমজমাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই টলি অভিনেত্রীকে তৃণমূলের প্রার্থী করেছেন। ওই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের সিপিআই নেতা পল্লব সেনগুপ্ত। বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। কংগ্রেস বিধায়ক কাজি আবদুর রহিম কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তবে, গ্ল্যামার জগতে থেকেও পোড়খাওয়া রাজনৈতিক নেতা-নেত্রীদের মতোই এই প্রচণ্ড গরমেও দাপিয়ে প্রচার করছেন নুসরত। অভিনেত্রীকে সামনে থেকে দেখার জন্য তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই ভিড় উপচে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + two =