তুরস্ক থেকে বিয়ের পর্ব মিটিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুললেন নুসরত

সন্দেশখালি : তুরস্ক রাজকীয় বিয়ের পর্ব মিটিয়ে শহরে ফিরলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ কলকাতায় এলেন স্বামী নিখিল জৈনের হাত ধরে৷ সিঁথিতে সিঁদুর৷ মেহেন্দি পরা হাত৷ সঙ্গে শাঁখা-চুড়ি৷ দুধে আলতা রঙের শাড়ি৷ অন্যরকম নায়িকা নুসরত৷ কলকাতা বিমানবন্দরে নবদম্পতিতে স্বাগত জানান তাঁদের অনুগামীরা৷ মিস্টিমুখ করেন বিমান বন্দরের অন্দরেই৷ এর পরই আসে সন্দেশখালি প্রসঙ্গ৷ নুসরত যখন বিয়েতে

তুরস্ক থেকে বিয়ের পর্ব মিটিয়ে সন্দেশখালির প্রসঙ্গ তুললেন নুসরত

সন্দেশখালি : তুরস্ক রাজকীয় বিয়ের পর্ব মিটিয়ে শহরে ফিরলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ কলকাতায় এলেন স্বামী নিখিল জৈনের হাত ধরে৷ সিঁথিতে সিঁদুর৷ মেহেন্দি পরা হাত৷ সঙ্গে শাঁখা-চুড়ি৷ দুধে আলতা রঙের শাড়ি৷ অন্যরকম নায়িকা নুসরত৷ কলকাতা বিমানবন্দরে নবদম্পতিতে স্বাগত জানান তাঁদের অনুগামীরা৷ মিস্টিমুখ করেন বিমান বন্দরের অন্দরেই৷ এর পরই আসে সন্দেশখালি প্রসঙ্গ৷

নুসরত যখন বিয়েতে ব্যস্ত, ঠিক তখনই আগুন জ্বলে ওঠে সন্দেশখালিতে৷ বিয়ের পর সেই সন্দেশখালি প্রসঙ্গ ধেঁয়ে এল সদ্য নির্বাচিত বসিরহাটের সাংসদের দিকে৷ বিব্রত নুসরত জানালেন, বসিরহাটের পরিস্থিতি এখন নিয়ন্ত্রেণে৷ প্রশাসনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল৷ বিয়ের ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পুলিসের সঙ্গে৷ তবে, তৃণমূল সাংসদ যে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতেন, সে বিষয়ে প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি৷ খুব শীঘ্রই তিনি সন্দেশখালি যাবেন বলেও জানিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =