প্রচারে গিয়ে গানে-গানে মঞ্চ মাতালেন নুসরত, জুটল সিটি-হাততালি!

বারাসত: ছিল নির্বাচনী প্রচার৷ কিন্তু, তিনি মঞ্চে উঠতেই তৈরি হল জলসার আসর! সেলিব্রিটি প্রার্থীকে দেখতে তখন উপচে পড়া ভিড়৷ সিটি, হাততালি, উল্লাস তখনও থামেনি৷ যতই হোক, তিনি তো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী৷ এত কাছ থেকে এই প্রথম দেখা বড়পর্দায় থাকা তারকারকে৷ বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান প্রচারে মধ্যমপুরের জনসভা মঞ্চ থেকেই মাইক হাতে গেয়ে উঠলেন৷

প্রচারে গিয়ে গানে-গানে মঞ্চ মাতালেন নুসরত, জুটল সিটি-হাততালি!

বারাসত: ছিল নির্বাচনী প্রচার৷ কিন্তু, তিনি মঞ্চে উঠতেই তৈরি হল জলসার আসর! সেলিব্রিটি প্রার্থীকে দেখতে তখন উপচে পড়া ভিড়৷ সিটি, হাততালি, উল্লাস তখনও থামেনি৷ যতই হোক, তিনি তো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী৷ এত কাছ থেকে এই প্রথম দেখা বড়পর্দায় থাকা তারকারকে৷

বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান প্রচারে মধ্যমপুরের জনসভা মঞ্চ থেকেই মাইক হাতে গেয়ে উঠলেন৷ দর্শকদের প্রবল উৎসাহ দেখে গেয়ে ওঠেন নুসরত৷ ‘হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না’ গান গেয়ে প্রচারে ঝড় তোলেন৷ একই সঙ্গে তিনি দক্ষ রাজনৈতিক নেত্রীর মতো প্রধানমন্ত্রী থেকে গেরুয়া শিবিরকে যেমন আক্রমণ করেছেন, তেমনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =