NRS-কাণ্ডে কী বললেন অভিনেত্রী স্বস্তিকা?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন অপর্ণা সেন৷ মেডিক্যাল পড়ুয়াদের ধর্নামঞ্চে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কৌশিক সেন থেকে শুরু করে অনুপম, রূপম৷ এবার জুনিয়র ডাক্তারদের সমর্থন জানালেন টলিপাড়ার অধিকাংশ তারকা৷ টলিপাড়ার অভিনেতা থেকে অভিনেত্রী কিংবা পরিচালক থেকে নাট্যকার প্রত্যেকেই চাইছেন সরকার অবিলম্বে ব্যবস্থা নিক৷ পাশাপাশি তাঁরা চাইছেন পরিবহ মুখোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুক৷

NRS-কাণ্ডে কী বললেন অভিনেত্রী স্বস্তিকা?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন অপর্ণা সেন৷ মেডিক্যাল পড়ুয়াদের ধর্নামঞ্চে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কৌশিক সেন থেকে শুরু করে অনুপম, রূপম৷ এবার জুনিয়র ডাক্তারদের সমর্থন জানালেন টলিপাড়ার অধিকাংশ তারকা৷

টলিপাড়ার অভিনেতা থেকে অভিনেত্রী কিংবা পরিচালক থেকে নাট্যকার প্রত্যেকেই চাইছেন সরকার অবিলম্বে ব্যবস্থা নিক৷ পাশাপাশি তাঁরা চাইছেন পরিবহ মুখোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুক৷ ফিরুক কাজে৷ অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, নাগরিক হিসেবে লজ্জা লাগছে৷ কার হয়ে জানি না, তবুও আমরা ক্ষমাপার্থী৷’ স্বস্তিকা মুখোপাধ্যায় ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ লেখেন, ‘‘এনআরএস হাসপাতালে হিংসার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইককে আমার পূর্ণ সমর্থন৷’’ একইভাবে সাংসদ তথা অভিনেতা দেব থেকে শুরু করে ঋদ্ধি সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো সিনেমা জগতের জনপ্রিয় মুখ এই অন্দোলনকে সমর্থন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =