NRS-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের, কাটবে জট?

কলকাতা: এনআরএস কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজভবন সূত্রে খবর, ইতিমধ্যেই সচিবকে দিয়ে সেই পাঠানো হয়েছে৷ রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নিতেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷ আজ সন্ধ্যায় রোগীর পরিবারের সদস্যদের হাতে বেধড়ক মারধরে গুরুতর আহত হন ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ সেখানে

NRS-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তলব রাজ্যপালের, কাটবে জট?

কলকাতা: এনআরএস কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজভবন সূত্রে খবর, ইতিমধ্যেই সচিবকে দিয়ে সেই পাঠানো হয়েছে৷ রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নিতেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷

আজ সন্ধ্যায় রোগীর পরিবারের সদস্যদের হাতে বেধড়ক মারধরে গুরুতর আহত হন ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ সেখানে গিয়ে রাজ্যপাল ত্রিপাঠী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি৷ ফোন করেছিলাম৷ তবে যোগাযোগ হয়নি৷ উনি যোগাযোগ করলে কথা বলব৷’’

ইতিমধ্যেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল৷ করেছেন ৪দলীয় বৈঠক৷ বাংলায় শান্তি ফেরাতে রাজ্যের শাসকদলকে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন৷ আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতেও আনুরোধ করেছিলেন তিনি৷ কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় এবার খোদ মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ খবর রাজভবন সূত্রে৷ তবে, এই তলব প্রসঙ্গে রাজ্য প্রশাসন সূত্রে এখনও কিছু জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =