এবার পুরোহিত ভাতা চালুর পথে রাজ্য! বিধানসভায় জবাব ফিরহাদের

কলকাতা: ইমাম কিংবা মোয়াজ্জেন ভাতা চালু করে কম বিতর্কের মুখে পড়তে হয়নি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে৷ আদালত পর্যন্ত গড়িয়ে ভাতা ঘোষণার মামলা৷ ইমাম ও মোয়াজ্জেন ভাতা চালুর পর এবার পুরোহিত ভাতায় সায় রাজ্যের৷ ইমাম ভাতার মতো রাজ্যে পুরোহিত ভাতা চালুর বিষয়ে রাজ্য সরকারের সায় আছে বলে বুধবার ইঙ্গিত দিলেন পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বিধানসভায়

এবার পুরোহিত ভাতা চালুর পথে রাজ্য! বিধানসভায় জবাব ফিরহাদের

কলকাতা: ইমাম কিংবা মোয়াজ্জেন ভাতা চালু করে কম বিতর্কের মুখে পড়তে হয়নি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে৷ আদালত পর্যন্ত গড়িয়ে ভাতা ঘোষণার মামলা৷ ইমাম ও মোয়াজ্জেন ভাতা চালুর পর এবার পুরোহিত ভাতায় সায় রাজ্যের৷

ইমাম ভাতার মতো রাজ্যে পুরোহিত ভাতা চালুর বিষয়ে  রাজ্য সরকারের সায় আছে বলে বুধবার ইঙ্গিত দিলেন পুর ও নগরন্নোয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বিধানসভায় ফিরহাদ হাকিম জানান, ওয়াকফ বোর্ডের ধাঁচে বাংলার সমস্ত মন্দিরে ট্রাস্ট বা কর্তৃপক্ষক  এক হলে কমিটি বা বোর্ড গঠন করা যেতে পারে৷ সব ট্রাস্ট এক হলে পুরোহিত ভাতাও প্রদান করা যেতে পারে৷

এদিন বাংলায় ধর্মীয় মেরুকরণ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা৷ ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ তোলেন কংগ্রেস বিধায়ক মইনুল হক৷ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীকে রীতিমতো চেপে ধরেন কংগ্রেস বিধায়ক৷ শাসকদলের বিরুদ্ধে তাঁর সরাসরি অভিযোগ, ‘‘কারা পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ করেছে? কে আপনাদের ইমাম ভাতা চালু করতে বলেছিল? কেন রেড রোডে ইদের নামাজে যেতে হয়? ওখানে তো আর কোনও মহিলা যান না! পাপ বাপকেও ছাড়ে কথা বলে না৷’’ এর পরই বিতর্কের হাল ধরেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ জানান, ‘‘রাজ্যের শাসক দল তোষণ করে না৷ দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকেশ্বর মন্দির ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার৷  কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াক তৈরি হবে৷ এর পরও কেন এই অভিযোগ?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =