শিক্ষকদের পর এবার অনশনে বসছে তৃণমূল, কী দাবি শাসকের?

কলকাতা: টানা ১৪ দিনের অনশন করে নিজেদের দাবি-দাওয়ার কিছুটা ছিনিয়ে আনতে পেরেছিলেন বাংলার প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ এবার প্রাথমিক শিক্ষকদের পর কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে এবার অনশনে বসছে তৃণমূল৷ আগামী ১৬ আগস্ট গান্ধীমূর্তির সামনে দিনভর অনশনে বসছে তৃণমূল৷ শনিবার এই কথা জানিয়েছেন তৃণমূলের শ্রমীক সংগঠনের নেত্রী দোলা সেন৷ তিনি জানান, মোদি সরকারের বিলগ্নিকরণ নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন

শিক্ষকদের পর এবার অনশনে বসছে তৃণমূল, কী দাবি শাসকের?

কলকাতা: টানা ১৪ দিনের অনশন করে নিজেদের দাবি-দাওয়ার কিছুটা ছিনিয়ে আনতে পেরেছিলেন বাংলার প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ এবার প্রাথমিক শিক্ষকদের পর কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে এবার অনশনে বসছে তৃণমূল৷ আগামী ১৬ আগস্ট গান্ধীমূর্তির সামনে দিনভর অনশনে বসছে তৃণমূল৷ শনিবার এই কথা জানিয়েছেন তৃণমূলের শ্রমীক সংগঠনের নেত্রী দোলা সেন৷

তিনি জানান, মোদি সরকারের বিলগ্নিকরণ নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন শুরু করেছে আইএনটিটিইউসি৷ আর সেই আন্দোলন আরও তীব্র করতে এবার তৃণমূলের শ্রমীক সংগঠন অনশন কর্মসূচি নিয়েছে বলে জানান দোলা৷

শিক্ষকদের পর এবার অনশনে বসছে তৃণমূল, কী দাবি শাসকের?রানি রাসমণিতে দলের শ্রমীক সংগঠনের সভায় জানান দোলা সেন জানান, বাংলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিলগ্নিকরণ করছে কেন্দ্র৷ বারবার কেন্দ্রের মোদি সরকারকে বলা সত্বেও রাষ্ট্রায়াত্ব সংস্থাগুলিকে বিলগ্নিকরনের পথ থেকে পিছু হটছে না৷ তাই একপ্রকার বাধ্য হয়েই মোদি সরকারের বিরুদ্ধে তৃণমূলের শ্রমীক সংগঠন অলআউট আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শ্রমীক নেত্রী দোলা সেন। শনিবার রানি রাসমণিতে রাজ্যের ৪১টি রাষ্ট্রায়ত্ব সংস্থার শ্রমীকদের নিয়ে সমাবেশ করেন দোলা সেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =