নয়াদিল্লি : বিকাশ বা আচ্ছে দিন নয়, এবারের ভোটে নরেন্দ্র মোদির হাতিয়ার সার্জিকাল স্ট্রাইক। উত্তরপ্রদেশের মিরাটে নির্বাচনী প্রচারে মোদি বলেন, জল, স্থলে, অন্তরীক্ষে সার্জিকাল স্ট্রাইকের হিম্মত দেখিয়েছে তাঁর সরকার। এবার লড়াই একটি শক্তপোক্ত ভবিষ্যত এবং অনিশ্চিত অতীতের সঙ্গে। একদিকে শক্ত দমদার চৌকিদার, অন্যদিকে একদল দাগদার নেতা। কাকে ভোট দেবে তা ভারত ঠিক করে দিয়েছে। আমি আমার কাজের ফিরিস্তি দেব। বিরোধীরাও দিক। তাঁর অভিযোগ, ইউপিএ সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নরম ছিল।
এবার সার্জিকাল স্ট্রাইকই হাতিয়ার
নয়াদিল্লি : বিকাশ বা আচ্ছে দিন নয়, এবারের ভোটে নরেন্দ্র মোদির হাতিয়ার সার্জিকাল স্ট্রাইক। উত্তরপ্রদেশের মিরাটে নির্বাচনী প্রচারে মোদি বলেন, জল, স্থলে, অন্তরীক্ষে সার্জিকাল স্ট্রাইকের হিম্মত দেখিয়েছে তাঁর সরকার। এবার লড়াই একটি শক্তপোক্ত ভবিষ্যত এবং অনিশ্চিত অতীতের সঙ্গে। একদিকে শক্ত দমদার চৌকিদার, অন্যদিকে একদল দাগদার নেতা। কাকে ভোট দেবে তা ভারত ঠিক করে দিয়েছে। আমি