এবার খোদ মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল সিপিএম। শুক্রবার মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে চিঠি দিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব। পাশাপাশি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ জানান তিনি । রবিন দেব ৬ পাতার চিঠি লিখে অভিযোগ করেছেন , ‘১১ মার্চ, সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন

2c43a744304a9490c5915f8ee973cc41

এবার খোদ মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল সিপিএম। শুক্রবার মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে চিঠি দিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব। পাশাপাশি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ জানান তিনি । রবিন দেব ৬ পাতার চিঠি লিখে অভিযোগ করেছেন , ‘১১ মার্চ, সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে দলীয় কর্মসূচি ও প্রার্থী ঘোষণার কথা বলেছেন’। তাঁর প্রশ্ন, ‘আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পর এই ঘোষণা কি আচরণবিধি লঙ্ঘন নয়’? এরআগে মৌখিকভাবে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে অভিযোগ জানানো হয়েছিল। আজ লিখিতভাবে রবিন দেব অভিযোগ করেন, ‘লোকসভা নির্ঘণ্ট ঘোষণার পর ফিরহাদ হাকিম বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী দু”দিনের জন্য আসবে। আবার চলে যাবে।

রাজ্য পুলিশ সারা বছর মানুষকে দেখবে। এভাবে রাজ্যের মানুষকে পরোক্ষ হুমকি দেওয়া হয়েছে’। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও চিঠিতে অভিযোগ জানান রবিন দেব। গতকাল অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘এবার প্রতিটি জায়গায় মুছে মুছে নকুলদানা ও জল রাখা থাকবে। ভোট দিতে আসা প্রতিটি মানুষ ও কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা ও জল খাওয়ানো হবে’। রবিন দেবের দাবি, এই মন্তব্যের মাধ্যমে কার্যত হুমকি দেন অনুব্রত। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিএম। এ প্রসঙ্গে শুক্রবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন। অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল অফিসারকে তদন্ত করে দেখতে বলা হবে বিষয়টির সারবত্তা রয়েছে কি না। প্রয়োজনে ভিডিও চাওয়া হবে। যদি সারবত্তা খুঁজে পাওয়া যায় তবে পুলিশে অভিযোগ জানানো হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *