কলকাতা: আন্দোলনকারী পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়ে আগেই কাজ যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ঘুরিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷
শনিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ‘‘এসএসকেএমে হাসপাতালে আন্দোলনকারীরা অশ্রাব্য আচরণ করেছে৷ আমাকে ধাক্কা দেওয়া হয়েছিল৷ কিন্তু, আন্দোলনকারীরা অশ্রাব্য আচরণ করলেও আমরা পুলিশকে দিয়ে কোনও পদক্ষেপ নিইনি৷’’
চিকিৎসক বিদ্রোহ ঠেকাতে এর আগে কোন কোন রাজ্যে কী কী কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার পরিসংখ্যানও তুলে ধরেন৷ গুজরাটে চিকিৎসকদের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের হাতে৷ কিন্তু, আমরা কোনও কড়া ব্যবস্থা করিনি৷ আমরা আলোচনা করতে চেয়েছি৷ ওদের সঙ্গে কথা বলতে চেয়েছি৷ কিন্তু, ওরা সহযোগিতা করেনি৷’’ জানান, রাজ্য সরকার এসমা (জরুরি পরিষেবা জারি রাখতে চিকিত্সকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার) জারি করতে চায় না৷ শান্তিপূর্ণ সমাধান করতে করতে চাই রাজ্য সরকার৷ রাজ্যের হাতে আইন থাকলেও কারও কেরিয়ার নষ্ট করতেও চাইনি রাজ্য সরকার৷ বলেন, ‘‘আমরা এসমা জারি করতে চাই না৷ গুজরাটে নরেন্দ্র মোদির সরকার ১৫০ জন ডাক্তারকে গ্রেপ্তার করেছিল৷ আমি চাই, শান্তিপূর্ণ সমাধান হোক৷’’ বলেন, ‘‘ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের হাতে৷ কিন্তু, আমরা কোনও কড়া ব্যবস্থা করিনি৷ আমরা আলোচনা করতে চেয়েছি৷ ওদের সঙ্গে কথা বলতে চেয়েছি৷ কিন্তু, ওরা সহযোগিতা করেনি৷ আমি ওদের জন্য পাঁচ ঘণ্টা অপেক্ষা করে ছিলাম৷ সিনিয়র চিকিৎসকরাও অপেক্ষা করেছিলেন৷ ওরা বলেছিল, আসবে৷ এলোই না৷’’
West Bengal CM, Mamata Banerjee: I do not want to invoke Essential Services Maintenance (ESMA) Act in the state. I want the junior doctors to resume work as we have accepted all their demands. pic.twitter.com/dZNZAvv0J7
— ANI (@ANI) June 15, 2019
NRS-জট কাটাতে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাবেন? সাংবাদিকের প্রশ্নের কিছুটা মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কোথায় যাব, আর কোথায় যাব না, তা আপনার প্রতিষ্ঠান ঠিক করে দেবে না৷ আমি না ডাকলেও অনেক সময় চলে যায়৷ আমাদের তরফে যা করার আমরা করে দিয়েছি৷ নবান্ন প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র৷ সরকার চাই, সমস্যা সুষ্ঠু সমাধান হোক৷’’ এদিন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘‘আমার সঙ্গে ১০ জন জুনিয়র চিকিৎসক এসেছেন৷ আমি ওদের সঙ্গে কথা বললাম৷ আমি বলছি, যাঁরা কাজে যোগ দিতে চান, তা কাজ শুরু করে দিতে পারেন৷ তাঁদের কাজ করতে কোনও সমস্যা হবে না৷’’ বলেন, ‘‘৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ জামিনও পায়নি৷ আন্দোলনকারীদের আরও কোনও দাবি থাকলে আমরা শুনতে রাজি৷ কিন্তু, আপনারা কাজে যোগ দিন৷ আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে৷ আমরা চাই সমস্যার সুষ্টু সমাধান হোক, কোনও ন্যায্য দাবি থাকলে মানতে রাজি৷’’