সিরিয়া নয়, ভোটের আগে ঠিক এভাবেই জ্বলল বাংলা!

বারাকপুর: লজ্জা! শান্তিপূর্ণ ভোট করাতে যখন সরকারি রাজকোষ থেকে জলের মতো খরচ হচ্ছে টাকা, বিপুল আয়োজন, ঠিক তখন একই এলাকায় দফায় দফায় সংঘর্ষ৷ গোলাগুলি, বোমাবাজি, হামলা, গাড়িতে আগুন৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ৷ এবারও ঘটনাস্থল সেই ভাটপাড়া৷ শনিবার সন্ধ্যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় ফের রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়া৷ দুই দলের সংঘর্ষে সিঁটিয়ে আচার্যসমাজের বাসিন্দারা৷ অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে

eb3f2543e744a80873fc15d18b022b1b

সিরিয়া নয়, ভোটের আগে ঠিক এভাবেই জ্বলল বাংলা!

বারাকপুর: লজ্জা! শান্তিপূর্ণ ভোট করাতে যখন সরকারি রাজকোষ থেকে জলের মতো খরচ হচ্ছে টাকা, বিপুল আয়োজন, ঠিক তখন একই এলাকায় দফায় দফায় সংঘর্ষ৷ গোলাগুলি, বোমাবাজি, হামলা, গাড়িতে আগুন৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ৷ এবারও ঘটনাস্থল সেই ভাটপাড়া৷

শনিবার সন্ধ্যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় ফের রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়া৷ দুই দলের সংঘর্ষে সিঁটিয়ে আচার্যসমাজের বাসিন্দারা৷ অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে এদিন বেশ কয়েকটি বোমা ফাটানো হয়৷ ছোড়া হয় গুলি৷ জ্বালিয়ে দেওয়া হয় দু’টি গাড়ি৷ সংঘর্ষ বাধার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে শুরু হয় পুলিশি টহল৷ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী৷ কিন্তু, ততক্ষুণে যা হওয়ার তা হয়ে গিয়েছে৷ পরে, স্থানীয় বাসিন্দারাই গাড়িতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷

সিরিয়া নয়, ভোটের আগে ঠিক এভাবেই জ্বলল বাংলা!রবিবার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ লড়াই এবার মদন মিত্র বনাম অর্জুন পুত্রের সঙ্গে৷ ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে রাতদুপুরে তৃণমূল-বিজেপির সংঘর্ষে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক৷ গোটা ঘটনার দায় এড়িয়েছে দুই দল৷ অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই৷ অভিযোগ, পাল্টা অভিযোগের কাদা ছোড়াছুড়ি চললেও স্থানীয়দের একটাই দাবি, আর কবে শান্ত হবে এলাকা? আর কত আগুন জ্বললে ঠান্ডা হবে রাজনৈতিক দলগুলির উৎপাত? এটাই কি বাংলার গণতন্ত্র?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *