দলবদল নয়, আস্ত একটা দলই মিশে গেল তৃণমূলের সঙ্গে

দলবদল নয়, আস্ত একটা দলই মিশে গেল তৃণমূলের সঙ্গে

পানাজি: ফের গোয়ায় চমক দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। আজ আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। আর এই যোগদানের সঙ্গে সঙ্গে একটা গোটা দল ঘাসফুল বাহিনীর সঙ্গে মিশে গেল যা দেশের রাজনীতিতে নজির বটে। কী ভাবে সম্ভব এটা?

আসলে আজ আলেমাও চার্চিল তৃণমূলে যোগ দিতেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে গেল গোয়ার এনসিপি দল। তিনি গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক ছিলেন। আর এর সঙ্গে সঙ্গেই গোয়া এনসিপি’র পরিষদীয় দল তৃণমূলের সঙ্গে মিশে গেল। আলেমাও চার্চিল ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন যাতে তাঁকে এখন তৃণমূলের বিধায়ক হিসেবে গণ্য করা হয়। ২০২২-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমুদ্র ঘেরা ক্ষুদ্র রাজ্যের রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসকদল৷ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে৷ তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস জগতের নক্ষত্র লিয়েন্ডার পেজ এবং কংগ্রেস নেত্রী নাসিফা আলি৷ গোয়ায় তৃণমূলের শক্তি বাড়িয়ে এবার দলে যোগ দিলেন চার্চিল৷ বলে রাখা ভালো, দাপুটে নেতা চার্চিলের প্রভাব গোয়ার রাজনীতিতে যথেষ্ট৷ আর এই প্রভাবকেই বিধানসভা ভোটে কাজে লাগানোর কৌশল নেবে তৃণমূল৷

প্রসঙ্গত, আমেলাও চার্চিলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বেশ পুরনো৷ কারণ এর আগেও তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ সে বার মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে অভিষেক হয়েছিল তাঁর৷ ২০১৪ সালে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন৷ কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর তৃণমূল ছেড়ে যোগেন এনসিপি’তে৷ ’২২ এর বিধানসভা ভোটের আগে ফের ফিরলেন তৃণমূলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *