মোদির দৌলতে এখন আর কাউকে লাইনে দাঁড়াতে হয় না: বিপ্লব

আগরতলা : ‘সব-কা সাথ, সব-কা বিকাশ’, এই মন্ত্রে বিশ্বাসী। তাই নরেন্দ্র মোদীর জমানায় কাউকেই লাইনে দাঁড়াতে হয় না। ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় নির্বাচনী জনসভায় এভাবেই বামেদের বিঁধেছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। তাঁর কথায়, বামফ্রন্টের জমানায় লাইনে দাঁড়িয়েও সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন রাজ্যবাসী। কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের

572397b86bd180beb111b458b31e5b08

মোদির দৌলতে এখন আর কাউকে লাইনে দাঁড়াতে হয় না: বিপ্লব

আগরতলা : ‘সব-কা সাথ, সব-কা বিকাশ’, এই মন্ত্রে বিশ্বাসী। তাই নরেন্দ্র মোদীর জমানায় কাউকেই লাইনে দাঁড়াতে হয় না। ত্রিপুরার ধলাই জেলা সদর আমবাসায় নির্বাচনী জনসভায় এভাবেই বামেদের বিঁধেছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। তাঁর কথায়, বামফ্রন্টের জমানায় লাইনে দাঁড়িয়েও সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন রাজ্যবাসী। কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠনের এক বছরের মধ্যে লক্ষাধিক গরিবের ঘরে সেই সুযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

কারণ, নরেন্দ্র মোদীর জমানায় কাউকেই লাইনে দাঁড়াতে হয় না। বিপ্লব দেব বলেন, বিজেপি সকলের জন্য কাজে বিশ্বাসী। ‘সব-কা সাথ, সব-কা বিকাশ’ আমাদের মূল মন্ত্র। তাই আমরা কোনও দল বিচার করি না। তাঁর বক্তব্য, বাম আমলে তাঁদের সমর্থকরাই নানা সুবিধা পেতেন। ফলে, বহু মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তিনি সুর চড়িয়ে বলেন, সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা কেবলমাত্র নোংরা রাজনীতির কারণে এতদিন এ-রাজ্যে সফল হয়নি। বিপ্লব দেবের কথায়, গরিব মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে উপকৃত হলে সিপিএমের ক্ষতি হবে ভেবেই এতদিন গরিবের ঘরে ওই প্রকল্পগুলি পৌঁছায়নি। তাই রাজ্যে সরকার পরিবর্তন হতেই রাজ্যবাসী তার প্রভাব অনুভব করতে পারছেন। তাঁর দাবি, এক বছরে লক্ষাধিক গরিবের ঘরে সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনায় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। সাথে যোগ করেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে এভাবেই গরিবরা উপকৃত হতে থাকবেন। এদিন তিনি কংগ্রেস ও সিপিএমকে সমানভাবে নিশানা করেছেন। বিপ্লব বলেন, কংগ্রেস পাহাড়ে যেতে চায় না। তাই, তারা জনজাতি এলাকায় রাজনীতির জন্য অন্য দলের সহায়তা নেয়। তেমনি সিপিএম জনজাতিদের নানাভাবে অধিকার থেকে বঞ্চিত রেখে এতদিন রাজনীতি করেছে। তিনি জোর গলায় বলেন, কংগ্রেস-সিপিএম শুধুই রাজনীতি আর ক্ষমতা বুঝে। গরিবের কল্যাণ তাঁদের কাছে গুরুত্বহীন। তাই আবারও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ফিরিয়ে আনার আবেদন রাখেন বিপ্লব দেব। ত্রিপুরায় দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত করার সংকল্প নিতে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *