দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই মিলছে নোবেল! ফের বেলাগাম রাহুল সিনহা

কলকাতা: কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরের ‘বামপন্থী’ মন্তব্যকে সমর্থন করতে গিয়ে এবার নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ, গবেষক, অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা৷ খুঁচিয়ে তুললেন নোবেলজয়ীর ‘দ্বিতীয় স্ত্রী’র তত্ত্ব৷ শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার বলেন, ‘‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তাঁকেই মূলত নোবেল দেওয়া হচ্ছে৷ নোবেল

992f0a0f5790f75fddc5fa4e80ea77a0

দ্বিতীয় স্ত্রী বিদেশি হলেই মিলছে নোবেল! ফের বেলাগাম রাহুল সিনহা

কলকাতা: কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরের ‘বামপন্থী’ মন্তব্যকে সমর্থন করতে গিয়ে এবার নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ, গবেষক, অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা৷ খুঁচিয়ে তুললেন নোবেলজয়ীর ‘দ্বিতীয় স্ত্রী’র তত্ত্ব৷

শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার বলেন, ‘‘দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তাঁকেই মূলত নোবেল দেওয়া হচ্ছে৷ নোবেল পেতে এটা একটা ডিগ্রি কিনা বলতে পারছি না৷ একথা ঠিক, পীযূষ গোয়েলরের যা বলেছেন সঠিক বলেছেন৷ কারন, এঁরা অর্থনীতিকে বামপন্থী নীতিতে লড়িয়ে দিয়েছেন৷ এরা সব বামপন্থীদের ধারায় দেশকে অচল করে দিতে চলেছে৷ দ্বিতীয় স্ত্রী বিদেশি হলে তাঁরাই নোবেল পাচ্ছেন৷’’

অন্যদিকে, আজ শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে আপনার তো জানেন৷ ওঁর চিন্তা ভাবনা কী? জানানে৷ উনি ন্যায় প্রকল্প নিয়ে বড়বড় কথা বলেছিলেন৷ গুনগেয়েছিলেন৷ তাঁর সেই ন্যায় প্রস্তাব খারিজ করে দিয়েছে মানুষ৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা সম্পূর্ণ বামপন্থী৷’’

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর মুখে অভিজিতবাবুর নামটা উঠেছে এটাই যথেষ্ট না৷ এদের থেকে আর কী আশা করা যায়৷ যারা গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে, তারা এই অর্থনীতিবিদের মর্যাদা কী দেবে? কেন্দ্রীয় মন্ত্রীর সার্টিফিকেট বামপন্থীদের প্রয়োজন হয় না৷’’

কংগ্রেসের রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক৷ এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না৷ একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ করা যায় এটা ভাবতেও আঘাত লাগছে৷ একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ ন্যায় প্রকল্পের ভাবনা ভেবেছিলেন৷ আর তাঁকে নিয়ে এভাবে রাজনীতির হচ্ছে সেটা অন্যায়৷ দুর্ভাগ্যজনক৷ দেখলেও হতাশ লাগে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *