কলকাতা: একবার নয়, দুই দু’বার নাম বিভ্রাট করে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ তথা গবেষক-অধাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘অভিষেকে’র নাম তুলে ধরে বেফাঁস মন্তল্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়৷ আদতে মুখ্যমন্ত্রী অভিজিতবাবুকেই শুভেচ্ছা জানাতে চেয়ে ছিলেন, তা স্পষ্ট বোঝা গেলেও নাম বিভ্রাটে শুরু হয়েছে রাজনীতি৷
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বাংলার একাধিক প্রথম শ্রেণির টিভি চ্যানেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক সরাসরি সম্প্রচারও করা হয়৷ বৈঠকের মাঝামাঝি সময়ে বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান৷ বাঙালির নোবেল জয়ের প্রসঙ্গ তুলতে গিয়ে অভিজিৎবাবুর নামের পরিবর্তে ভুল করে ‘অভিষেক’ বলে সম্বোধন করেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা গর্বিত৷ গতকাল একটি দিনে দু’টি ঘটনা ঘটল৷ বাংলায় আগে অমর্ত্য সেন নোবেল পেয়েছেন৷ আমাদের মাদার টেরেসা পেয়েছেন৷ আমাদের আগে অনেকেই পেয়েছেন৷ বাংলা থেকে যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে আবার অভিষেকবাবু পেলেন৷ এটা বাংলার একটা গর্ব করার দিন৷ এই যে যেমন সৌরভ একটা বড় সুযোগ পেলেন৷ জগমোহন ডালমিয়ার পর সৌরভ বড় সুযোগ পেল৷ সুতরাং বাংলা একটা গর্বের বিষয়৷ এবং পুজো কার্নিভালও আপনারা দেখেছেন বিশ্বসেরা কার্নিভাল হয়েছে৷ সুতরাং ঘটনার পর যে ঘটনা, কন্যাশ্রী থেকে শুরু করে, আমাদের উৎকর্ষ বাংলা থেকে শুরু করে সবুজসাথী থেকে শুরু করে, মনে রাখবেন এগুলি এছাড়াও বিশ্বে ৭টি সিটির মধ্যে কলকাতা এক নম্বর হয়েছে৷ যেটা ববি পুরস্কার নিতে গিয়েছিল ডেনমার্কে৷ এরকম অনেক ঘটনার সাক্ষী কিন্তু বাংলা থাকছে৷ সুতরাং বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের লক্ষ্য৷’’
এরপরই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অভিষেক বাবুর মা এখানে আছেন৷ আমি ওনার সঙ্গে দেখা করতে যাব আজ৷ আর সৌরভের সঙ্গে আমার এসএমএসে কথা হয়েছে৷ পুজোর আগেও আমার কাছে এসেছিল৷ কথা হয়েছে৷ ও আবার আসবে৷ কথা হবে৷ সৌরভ আমাদের ঘরের ছেলে৷’’
নোবেল জয়ী অভিষেক, বেফাঁস মমতা! দেখুন ভিডিও
নোবেল জয়ী অভিষেক, বেফাঁস মমতা! দেখুন ভিডিও
Gepostet von Aaj Bikel আজ বিকেল am Mittwoch, 16. Oktober 2019
মুখ্যমন্ত্রীর নাম বিভ্রাটকে কেন্দ্র করে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিরোধী দলের নেতার৷ বিরোধীদের অনেকের মন্তব্য, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই উনি বেশি চিন্তিত৷ তাই মনে হয় বিভ্রাট৷’’ সদ্য বিজেপিতে নাম লেখানো সব্যসাচী দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী সব বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান৷ যা দুঃখজনক৷ নোবেলজয়ী নাম ভুল বলা দুর্ভাগ্যের৷’’
এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে সোজা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বালিগঞ্জ সার্কুলার রোডের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন৷ ঘরোয়া বৈঠকে গান গাইতে দেখা যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে৷
আজ মন্ত্রিসভার বৈঠক শেষ করে নবান্ন থেকে সোজা বালিগঞ্জ সার্কুলার রোডের নোবেল জয়ীর মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেখানে পৌঁছে যান৷ বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজিতবাবুর মায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়ে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন৷ এমনকী, অভিজিতবাবুর মায়ের স্বাস্থ্যের সন্ধান দেন তিনি৷ দীর্ঘক্ষণ অভিজিতবাবুর মায়ের বাড়িতে সময় কাটানো মমতা বন্দ্যোপাধ্যায়৷
দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় তাঁদের৷ আড্ডা গল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গান গাইতে বলেন৷ সেখানে ইন্দ্রনীলের সঙ্গে সুরে সুর মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিজিৎবাবুর মায়ের সঙ্গে দেখা করার পর নির্মলাদেবীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাসিমা বলেছেন তিনি আমাদের সহযোগিতা করবেন৷ উনি কৃষিতে শেষ উৎসাহী৷ আমি সচিবকে বলেছি, তাঁকে কীভাবে কাজে লাগানো যায় তা দেখতে৷’’
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ১৯৬১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন৷ বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান৷ মাও ছিলেন অর্থনীতির পড়ুয়া৷ মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতার অর্থনীতি বিভাগের অধ্যাপক৷ এখন তিনি বন্ধন ব্যাংকের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন৷