কলকাতা: লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হতেই ফের পিছিয়ে যেতে বসেছে ১৮টি পুরসভার ভোটগ্রহণ প্রক্রিয়া৷ গত বছরের শেষেই হাওড়া-সহ ১৭টি পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে৷ কিন্তু, মেয়াদ শেষ হলেও ওই পুরসভাগুলি ভোট এখনও নেওয়া হয়নি৷ ভোট না করিয়ে প্রতিটি পুরসভার মাথায় প্রশাসক বসানো হয়েছে৷
ইতিমধ্যেই চন্দননগর পুরনিগমের বোর্ড ভেঙে বসানো হয়েছে প্রশাসক৷ এই ১৮টি পুরসভার মেয়াদ শেষ হলেও এখন ভোটের কোনও সম্ভাবনাই নেই৷ লোকসভা নির্বাচনের ফলাফল দেখে এখনই ওই পুরসভাগুলিতে ভোট নেওয়া হচ্ছে না বলে মত অভিজ্ঞ মহলের৷ আগামী বছর কলকাতাসহ ৮২টি পুরসভার ভোট রয়েছে৷ মনে করা হচ্ছে, ওই ভোটের সঙ্গে এই ১৮টি পুরসভার ভোট করানো হতে পারে৷