জয় শ্রীরামে ‘না’, চলন্ত ট্রেনে মাদ্রাসা শিক্ষককে চূড়ান্ত পরিণতি

কলকাতা: অসহিষ্ণুতার আঁচ এবার বাংলায়৷ এতদিন যা উত্তরপ্রদেশে হত, তাই এখন ঘটনায় খাস কলকাতার বুকে৷ জয় শ্রী রাম ধ্বনি না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে মারধর ও পরে চলন্ত ট্রেন ঠেকে ফেলে দেওয়ার অভিযোগ৷ তবে, ট্রেনের গতি কম থাকায় এযাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ গোটা ঘটনার দায় হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে চাপিয়ে বালিগঞ্জ জিআরপি ও তপসিয়া থানায় অভিযোগ

898efe49e56117508959e757c57d1aef

জয় শ্রীরামে ‘না’, চলন্ত ট্রেনে মাদ্রাসা শিক্ষককে চূড়ান্ত পরিণতি

কলকাতা: অসহিষ্ণুতার আঁচ এবার বাংলায়৷ এতদিন যা উত্তরপ্রদেশে হত, তাই এখন ঘটনায় খাস কলকাতার বুকে৷ জয় শ্রী রাম ধ্বনি না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে মারধর ও পরে চলন্ত ট্রেন ঠেকে ফেলে দেওয়ার অভিযোগ৷ তবে, ট্রেনের গতি কম থাকায় এযাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ গোটা ঘটনার দায় হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে চাপিয়ে  বালিগঞ্জ জিআরপি ও তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক৷

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে৷ ক্যানিং লোকাল ধরে শিয়াদহে যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক৷ পার্ক সার্কাসে ট্রেন ঢোকার আগে হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য ওই শিক্ষককে ঘিরে ধরে জয় শ্রী রাম ধ্বনি দিতে বলে৷ অভিযোগ, জয় শ্রী রাম ধ্বনি না দেওয়ায় ওই শিক্ষককে মারধর করা হয়৷ শিক্ষককে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ কিন্তু, ট্রেনের গতি কম থাকায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন তিনি৷ চোখে-মুখে আঘাত লাগে তাঁর৷ এই ঘটনার পর তপসিয়া থানায় ও বালিগঞ্জ জিআরপিতেও অভিযোগ করেন ওই শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *