কলকাতা: এনএরআস কাণ্ডে ফের চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ এসএসকেএমে হাসপাতালে আন্দোলনকারীরা অশ্রাব্য আচরণ করেছে৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷ আন্দোলনকারীরা অশ্রাব্য আচরণ করলেও তিনি পুলিশকে দিয়ে কোনও পদক্ষেপ দেননি বলে নবান্নে সাংসবাদিক বৈঠক থেকে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ তবে, যাই হোক না কেন, রাজ্য সরকার ওদের সঙ্গে কথা বলতে চাই বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর৷
চিকিৎসক বিদ্রোহ ঠেকাতে এর আগে কোন কোন রাজ্যে কী কী কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার পরিসংখ্যানও তুলে ধরেন৷ গুজরাটে চিকিৎসকদের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের হাতে৷ কিন্তু, আমরা কোনও কড়া ব্যবস্থা করিনি৷ আমরা আলোচনা করতে চেয়েছি৷ ওদের সঙ্গে কথা বলতে চেয়েছি৷ কিন্তু, ওরা সহযোগিতা করেনি৷’’
NRS-জট কাটাতে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাবেন? সাংবাদিকের প্রশ্নের কিছুটা মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কোথায় যাব, আর কোথায় যাব না, তা আপনার প্রতিষ্ঠান ঠিক করে দেবে না৷ আমি না ডাকলেও অনেক সময় চলে যায়৷ আমাদের তরফে যা করার আমরা করে দিয়েছি৷ নবান্ন প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র৷ সরকার চাই, সমস্যা সুষ্ঠু সমাধান হোক৷’’
এদিন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘‘আমার সঙ্গে ১০ জন জুনিয়র চিকিৎসক এসেছেন৷ আমি ওদের সঙ্গে কথা বললাম৷ আমি বলছি, যাঁরা কাজে যোগ দিতে চান, তা কাজ শুরু করে দিতে পারেন৷ তাঁদের কাজ করতে কোনও সমস্যা হবে না৷’’
West Bengal CM, Mamata Banerjee: I do not want to invoke Essential Services Maintenance (ESMA) Act in the state. I want the junior doctors to resume work as we have accepted all their demands. pic.twitter.com/dZNZAvv0J7
— ANI (@ANI) June 15, 2019
মুখ্যমন্ত্রী প্রস্তাব খারিজ হতেই এবার নবান্নে শুরু উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে জরুরি ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য সচিব সুরেন্দ্র গুপ্তাকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে রফাসূত্র খুঁজতে নবান্নে সিনিয়র ডাক্তাররাদের প্রতিনিধি দলকেও ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ রফাসূত্র খুঁজতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে নবান্নে যান ৫ সিনিয়র ডাক্তাদের এক প্রতিনিধি দল৷ কিন্তু, সেখানে ৫ সিনিয়র ডাক্তাদের প্রতিনিধি দল জানিয়ে দেন, তাঁরা এই সমস্যা সমাধান করতে অপারগ৷ তাঁরা মধ্যস্থতাকারীর ভূমিকায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেও রফা সূত্র খুঁজে পাননি৷
NRS-জট কাটাতে নবান্নে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বরফ গলাতে আজ শনিবার বিকালে বৈঠকে বসার প্রস্তাবও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর দেওয়া লাগাতার আলোচনার প্রস্তাব উড়িয়ে জুনিয়র চিকিৎসকরা আজ জানিয়েছেন, তাঁরা নবান্নে যাবেন না৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে করবেন না বৈঠক৷ মুখ্যমন্ত্রীকে এনআরএসে আসতে হবে৷ চাইতে হবে ক্ষমা৷ তাঁরা চান না, নবান্নে বন্ধ দরজার আড়ালে সমস্যা সামাধেন বৈঠক বৈঠক হোক৷
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণ জালতে চেয়ে ইতিমধ্যমেই রাজ্যের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের৷ এনআরএসের ঘটনায় রাজ্যকে অবিলম্বে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের৷ সূত্রের খবর, রাজ্যকে নোট পাঠিয়ে চিকিৎসক হেনস্তার বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
এনআরএসের ঘটনা দ্রুত সমাধানের জন্য রাজ্যকে ফের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অ্যাডভাইজরি নোট পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷ এর আগেও বাংলায় আইন-শৃঙ্খলা প্রসঙ্গেও অমিত শারের মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গকে অ্যাডভাইজরি দেওয়ার মধ্য দিয়ে রাজ্যের মানুষকে বিব্রত করা হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এনআরএস-কাণ্ডে নতুন অ্যাডভাইজরি দেওয়ার ঘটনায় তুঙ্গে বঙ্গ রাজনীতি৷