কলকাতা: বাবুল সুপ্রিয়র নির্বাচনী গান বাজানোর জন্য কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ওই গান বাজানো যাবে না বলে শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও রবিবার আসানসোলে বাবুল সুপ্রিয়র গান বাজানো হয়।
এ ব্যাপারে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হল। সেই সঙ্গে কমিশনের পক্ষ থেকে জেলাশাসককে জানিয়ে দেওয়া হয়েছে, ওই গান বাজানো যাবে না বলে আগেই জানানো হয়েছে। তারপরেও যদি বাজে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কড়া পদক্ষেপ নিতে হবে। এফআইআর হতে পারে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে কমিশনে এসে স্মারকলিপি দেওয়ার পর বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বাবুলের গান কেন বন্ধ থাকবে, তার ব্যাখ্যা আমরা পাইনি। ফলে ওই গান বাজবে। কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই গান চলবে বলে জানিয়ে দেয় তারা।