‘মোদীর কোনও নেতা এত নীচে নামেননি’

উত্তরপ্রদেশ : উত্তরপ্রদেশের বিরোধীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছে শরাব বা মদ। সমাজবাদী পার্টির স, রাষ্ট্রীয় লোকদলের র এবং বহুজন সমাজ পার্টির ব, এই তিন অক্ষর মিলে মোদি বানিয়েছেন শরাব। এর তীব্র নিন্দা করে কংগ্রেস বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় নীচতার সব সীমা অতিক্রম করেছেন মোদি। তিনি এতই ক্ষমতাগর্বী, তাঁর মদ লাগে না। দেশের কোনও নেতা এত নীচে

‘মোদীর কোনও নেতা এত নীচে নামেননি’

উত্তরপ্রদেশ : উত্তরপ্রদেশের বিরোধীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছে শরাব বা মদ। সমাজবাদী পার্টির স, রাষ্ট্রীয় লোকদলের র এবং বহুজন সমাজ পার্টির ব, এই তিন অক্ষর মিলে মোদি বানিয়েছেন শরাব। এর তীব্র নিন্দা করে কংগ্রেস বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় নীচতার সব সীমা অতিক্রম করেছেন মোদি। তিনি এতই ক্ষমতাগর্বী, তাঁর মদ লাগে না। দেশের কোনও নেতা এত নীচে নামেননি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যখন কংগ্রেস ন্যায় প্রকল্পের কথা বলছে, তখন মোদি গরিবদের নিয়ে ঠাট্টাতামাশা করছেন। এর আগে নোটবন্দি করে তিনি গরিবদের সঙ্গে মজা করেছেন। এটাই তাঁর প্রকৃত চেহারা। উত্তরপ্রদেশের আখচাষিদের জন্য প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। দুবছর আগে মিরাটে গিয়ে তিনি বলেছিলেন, আখচাষিরা তাঁদের বকেয়া টাকা ১৪ দিনের মধ্যে পেয়ে যাবেন। উত্তরপ্রদেশের চাষিরা পাবেন ১০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =