‘আদলতে আস্থা নেই!’ গণতন্ত্র বাঁচাতে মমতার হাত ধরলেন রাজ ঠাকরে

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গণতন্ত্র বাঁচানোর ময়দানে নামলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে৷ মঙ্গলবার নবান্নে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা-ঠাকরে৷ বৈঠক শেষে দেশের গণতন্ত্র বাঁচাতে জোট বাঁধার বার্তা দেন ঠাকরে৷ ঠাকরের প্রস্তাবে সমর্থন দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকের শেষে ব্যালট ফারানোর দাবি জানিয়ে মাঠে নামার বার্তাও দেন তিনি৷ আগামী আগস্ট মাসে

‘আদলতে আস্থা নেই!’ গণতন্ত্র বাঁচাতে মমতার হাত ধরলেন রাজ ঠাকরে

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গণতন্ত্র বাঁচানোর ময়দানে নামলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে৷ মঙ্গলবার নবান্নে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা-ঠাকরে৷ বৈঠক শেষে দেশের গণতন্ত্র বাঁচাতে জোট বাঁধার বার্তা দেন ঠাকরে৷

ঠাকরের প্রস্তাবে সমর্থন দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকের শেষে ব্যালট ফারানোর দাবি জানিয়ে মাঠে নামার বার্তাও দেন তিনি৷ আগামী আগস্ট মাসে এই নিয়ে সভা করা হবে বলেও জানান ঠাকরে৷ সেই সভায় মমতাকে আজ আমন্ত্রণ জানানো হয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে৷

নবান্নের বৈঠক নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার পর রাজঠাকরে জানান, ‘‘দেশের গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফেরানো হোক৷ এই নিয়ে লড়াই করা প্রয়োজন৷ কোনও উন্নত দেশে ইভিএম নেই৷ ব্যালট ফেরানোর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আমরা৷’’ এরপরই নবান্ন ছেড়ে যাওয়ার আগে ঠাকরে জানিয়ে দেন, ‘‘ব্যালট ফারানো নিয়ে মামলা করেও কাজ হয়নি৷ আমদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উপর আস্থা নেই৷ আমরা মাঠে নামে ব্যালট ফারানোর দাবি জানাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eleven =