কেন্দ্রীয় বাহিনী লাগবে না, বুথ বুঝে নেব আমরা: সেলিম

কলকাতা: এক মন্তব্যে ভোটে বাজার বেশ খানিকটা বাড়িয়ে দিলেন মহম্মদ সেলিম৷ দ্বিতীয় দফার নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর পাওয়া নিয়ে জটিলতা দেখা দিতেই কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন রায়গঞ্জের বিদায়ী সাংসদ মহম্মদ সেলিম৷ রবিবার কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নিজের কেন্দ্র নিজেই বুঝে নেবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি৷ বলেন, ‘‘১০০ শতাংশ বুথে কেন্দ্রীয়

কেন্দ্রীয় বাহিনী লাগবে না, বুথ বুঝে নেব আমরা: সেলিম

কলকাতা: এক মন্তব্যে ভোটে বাজার বেশ খানিকটা বাড়িয়ে দিলেন মহম্মদ সেলিম৷ দ্বিতীয় দফার নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর পাওয়া নিয়ে জটিলতা দেখা দিতেই কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন রায়গঞ্জের বিদায়ী সাংসদ মহম্মদ সেলিম৷

রবিবার কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নিজের কেন্দ্র নিজেই বুঝে নেবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি৷ বলেন, ‘‘১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও আমার কোনও সমস্যা নেই৷ আমার বুথ সামলাবে আমার কর্মী, সমর্থক বাহিনী৷’’

এবার রায়গঞ্জে চর্তুমুখী লড়াই৷ সেলিমের বিরুদ্ধে এবার লড়ই করছেন দীপা দাশমুন্সি৷ সেলিমের বিপরীতে লড়ছেন তৃণমূল প্রার্থী ইসলামপুরের ডাকসাইটে বিধায়ক কানাহাইয়া লাল আগরওয়াল৷ বিজেপি এখানে প্রার্থী করেছে দেবশ্রী চৌধুরীকে৷ ফলে রায়গঞ্জে টানটান লড়াই৷ ভোটের ঠিক দু’দিন আগে সেলিমের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ নিজের আসন ধরে রাখতে ভোটের শুরু থেকেই সেলিমের এই কড়া হুঁশিয়ারি বেশ চাপে রেখেছে তৃণমূল-কংগ্রেস-বিজেপিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =