রাজীব গ্রেপ্তারিতে ‘না’ সিবিআইয়ের, হাইকোর্টে জানাল সিবিআই

কলকাতা: রাজীব কুমারকে এখনই গ্রেপ্তার করার অভিপ্রায় আপাতত নেই সিবিআইয়ের৷ কলকাতা হাইকোর্টে ফের জানাল সিবিআই! আগামী ২২ জুলাই পর্যন্ত রাজীব কুমারের গ্রেপ্তারির উপর রক্ষাকবচ রয়েছে কলকাতা হাইকোর্টের৷ ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজীবকে সিবিআই বারংবার নোটিস দিয়েছে৷ যা নিয়ে নিয়ে আদালতে গড়িয়ে মামলা৷ তবে, হাইকর্ট রাজীব কুমারকে রক্ষাকবচ দিলেও কার্যত কলকাতা পুলিশ এলাকার মধ্যে বন্দি

রাজীব গ্রেপ্তারিতে ‘না’ সিবিআইয়ের, হাইকোর্টে জানাল সিবিআই

কলকাতা: রাজীব কুমারকে এখনই গ্রেপ্তার করার অভিপ্রায় আপাতত নেই সিবিআইয়ের৷ কলকাতা হাইকোর্টে ফের জানাল সিবিআই! আগামী ২২ জুলাই পর্যন্ত রাজীব কুমারের গ্রেপ্তারির উপর রক্ষাকবচ রয়েছে কলকাতা হাইকোর্টের৷

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজীবকে সিবিআই বারংবার নোটিস দিয়েছে৷ যা নিয়ে নিয়ে আদালতে গড়িয়ে মামলা৷ তবে, হাইকর্ট রাজীব কুমারকে রক্ষাকবচ দিলেও কার্যত কলকাতা পুলিশ এলাকার মধ্যে বন্দি করে রেখেছেন তিনি৷ আগামী সোমবার বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে মামলাটির শুনানি শুরু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 17 =