দার্জিলিং : দার্জিলিংয়ে ভোটে দাঁড়াতে তিন সপ্তাহ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করার অন্তর্বর্তী আদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। রোশন গিরি ও বিমল গুরুংয়ের এই আবেদন ফিরিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
গোর্খা জনমুক্তি মোর্চাকে চারদিনের মধ্যে কলকাতা হাইকোর্টে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে শুনানি চলার সময় মোর্চা নেতাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।