ফের নীতীশের মন উড়ু উড়ু! গন্তব্য সেই বিজেপি?

ফের নীতীশের মন উড়ু উড়ু! গন্তব্য সেই বিজেপি?

Nitish

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে বা হাসির ছলে যে নামে ডাকেন সে রাজ্যের মানুষ, তা যে কতটা প্রাসঙ্গিক সেই আভাস আবার পাওয়া যাচ্ছে। সূত্রের খবর আরজেডি ও কংগ্রেসের সঙ্গ ছেড়ে নীতীশ কুমার আবার বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছেন। ঘটনা হল বিহারবাসী নীতীশকে মজা করে ‘পাল্টু মামা’ বলে ডাকেন। কারণ নীতীশ কখন কোন শিবিরে থাকবেন সেটা বোধহয় নিজেও জানেন না। যখন যেখানে সুবিধা মিলবে বলে মনে করেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

বিগত দু দশক ধরে একবার বিজেপি, একবার আরজেডি-কংগ্রেস, আবার বিজেপি, এভাবেই বিহারে মুখ্যমন্ত্রীর আসন ধরে রেখেছেন তিনি। উল্লেখ্য বিরোধীদের যে ‘ইন্ডিয়া’ জোট গঠিত হয়েছে তার অন্যতম হোতা তিনি। সকলেই মনে করেন প্রধানমন্ত্রী হওয়ার প্রবল বাসনা তাঁর রয়েছে। কিন্তু বিজেপি জোটে থাকলে সেটা কখনই সম্ভব নয়। তাই তিনি বিরোধী জোটে এসেছেন বলে রাজনীতির কারবারিরা মনে করেন। কিন্তু সেখানেও তেমন সুবিধা করতে পারলেন না। কারণ এখনও পর্যন্ত এমন কোনও সম্ভাবনা তৈরি হয়নি যেখানে বিরোধীরা নীতীশকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরতে চাইবে। অতঃপর নীতীশের মোহভঙ্গ এবং তিনি আবার বিজেপির দিকে ঝুঁকছেন বলেই একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই নীতীশ যাতে বিরোধী জোটে থাকেন তার জন্য উঠে পড়ে লেগেছে মূলত কংগ্রেস। কংগ্রেস চাইছে ‘ইন্ডিয়া’ জোটে নীতীশকে একটা বড় পদ দেওয়া হোক। যাতে তিনি শিবির না বদল করেন। কিন্তু কংগ্রেসের এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ নীতীশের মন আবার উড়ু উড়ু করতে শুরু করে দিয়েছে।

বিজেপির পালে হাওয়া রয়েছে, রাম মন্দির উদ্বোধনের পর সেই হাওয়া আরও গতি পাবে, এমনটাই ধারণা নীতীশ-সহ অধিকাংশ রাজনীতিবিদের। আসলে হিন্দি বলয়ের তিনটি রাজ্যে বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। অনেকেই ভেবেছিলেন কংগ্রেস হয়ত ভাল ফল করবে সেখানে। নীতীশও মনে করেছিলেন বিজেপির ফল খারাপ হবে। কিন্তু বাস্তবে সেটা হয়নি। আর তাতেই নীতীশের মন বদল হচ্ছে বলে জেডি ইউ সূত্রে খবর। তাই আগামী দিনে নীতীশের ‘পাল্টু মামা’ ইমেজ বজায় থাকে কিনা সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + four =