মোদীজি ফের মুখ্যমন্ত্রী হোন! ইচ্ছা করেই বললেন নীতিশ? নজরে ‘সিংহাসন’?

নিজস্ব প্রতিনিধি:  বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম বড় অংশ ছিলেন তিনি। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। কখন কোন জোটে থাকেন, কোথায় কখন যাবেন তা…

Nitish-Modi

নিজস্ব প্রতিনিধি:  বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম বড় অংশ ছিলেন তিনি। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। কখন কোন জোটে থাকেন, কোথায় কখন যাবেন তা বোঝা মুশকিল। সেভাবেই চলতি বছরের শুরুতেই বিরোধী জোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে গিয়েছেন তিনি।

আর ফিরে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তিনি। তবে এবার তাঁর মুখ ‘ফস্কে’ বেরিয়ে এল অন্য কথা। ভরা সভায় বললেন নরেন্দ্র মোদী ফের মুখ্যমন্ত্রী হবেন! তাঁকে বলতে শোনা গিয়েছে,”আমরা চাই এবার এনডিএ চারশোর বেশি আসনে জয় পাক। নরেন্দ্র মোদী আবার মুখ্যমন্ত্রী হোন। দেশের বিকাশ হোক, বিহারের বিকাশ হোক।” তখন সভামঞ্চে সবাই মুখ চাওয়া চাওয়ি করছেন। এরপরই নিজেকে সামলে নিয়ে ভুল শুধরে নেন নীতিশ।

যথারীতি বিষয়টি নিয়ে বিহার তথা কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সত্যিই কী একথা মুখ ফস্কে বলেছেন নীতিশ? নাকি ‘চতুর’ নীতিশ ইচ্ছা করেই এমন কথা বলেছেন? বিহারের বিরোধী শিবির বলছে, আসলে নীতিশ চাইছেন প্রধানমন্ত্রী হতে। তাই তিনি কায়দা করে এমনটা বলেছেন। যদিও বিহার বিজেপি নেতৃত্বের দাবি, মুখ ফস্কেই এমন কথা বলে ফেলেছেন তিনি।

তবে গোটা বিষয়টি এতটা সরলীকরণ করে দেখতে রাজি নয় রাজনৈতিক মহলের একাংশ। সেই অংশ মনে করছে আসলে নীতিশের এখনও ক্ষীণ আশা রয়েছে, যদি কোনও ভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়। অর্থাৎ নজরে রয়েছে দিল্লির সিংহাসন। চাই আপাতদৃষ্টিতে মুখ ফস্কে এগুলি বেফাঁস বক্তব্য মনে হলেও তিনি কাউকে কী কোনও বার্তা দিতে চাইছেন?

তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে, বিরোধীরা এমন আসন পেল যেখানে তারা হয়ত সম্মিলিতভাবে কেন্দ্রে সরকার গঠন করে ফেলতে পারবে। তখন ফের ‘পাল্টি’ খেয়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে সেই জোটে আবার নীতিশ ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্তত এমনটাই মনে করেন রাজনীতির কারবারিরা। তাই বিহার রাজনীতিতে নীতিশকে রসিকতা করে সবাই বলেন ‘পাল্টুমামা’। তাই নীতিশের মুখে যখন বেফাঁস বক্তব্য শোনা যায় তখন তা নিয়ে যে চর্চা হবে সেটাই স্বাভাবিক।

লোকসভা ভোটের সব খবর জানতে এখানে ক্লিক করুন

Politics: Bihar CM Nitish Kumar, a key member of the opposition ‘INDIA’ alliance, praised PM Modi in a speech, mistakenly calling for him to be CM again. Was this a strategic move or a slip of the tongue? Explore the political implications and speculations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *