কলকাতা: চিটফান্ড মামলায় গুরুত্বপূর্ণ মোড়৷ এবার চিটফান্ড তদন্তে সমস্ত নথি চেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সিবিআই৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিবিআইয়ের চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে জরুরি ভিত্তিতে রিভিউ মিটিং ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷
সিবিআই সূত্রে খবর, চিটফান্ড মামলার সমস্ত কেস ফাইল নিয়ে বাংলার সিবিআই কর্তাদজের তলবের করছে দিল্লি৷ বাংলার সমস্ত চিটফান্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিভিউ মিটিংয়ে বাড়তি গুরুত্ব নজর দেওয়া হবে৷ পরবর্তী পদক্ষেপ ঠিক হবে রিভিউ মিটিং থেকে৷বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর৷ চিটফান্ড তদন্তে এখনও পর্যন্ত কতটা এগিয়েছে তদন্ত, তা জানতে দিল্লিকে কলকাতা সিবিআই কর্তাদের তলব করা হয়েছে৷ বৈঠকে ডাক পেয়েছেন সিবিআই ডিরেক্টর ঋষিকুমার শুক্লা৷ রাজ্যের সমস্ত চিটফান্ড মামলার নথিপত্র নিয়ে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷
পর্যবেক্ষক মহলের ধারণা, খুব সম্ভবত তদন্তের গতিবাড়াতে সিবিআই উঠে পড়ে মাঠে নামতে পারে৷ বৈঠকে উঠে আসতে পারে রাজীব কুমারের প্রসঙ্গ৷ এছাড়াও সারদার সহ একাধিক মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে তা নিয়েও পুঙ্খানুপুঙ্খ আলোচনা হতে পারে৷ পরবর্তী ধাপে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে বলে সূত্রের খবর৷ অনেকেই বলতে শুরু করেছেন, সম্ভবত ২০২১ সাবে আগেই চিটফান্ড তদন্তে সিবিআই জাল গুটিয়ে আনতে পারে৷ সিবিআইয়ের হঠাৎ জরুরি বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷