বিজেপিকে রুখতে নয়া কৌশল মমতার, মোদির নতুন নাম ‘দিদি’র

কোচবিহার: টাকা দিয়ে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি৷ কোচবিহারে সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরোধী নয়া কৌশলের কথা প্রকাশ্যেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার প্রথম দফার ভোটপ্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি খবর পেয়েছি, এখানে কোটি কোটি টাকায় ভোট কেনার চেষ্টা চলছে৷ কিন্তু, বাংলায় টাকা দিয়ে ভোট কেনা যায় না৷ যারা এটা করছেন, সতর্ক হয়ে যান৷’’ এর পরই নয়া

বিজেপিকে রুখতে নয়া কৌশল মমতার, মোদির নতুন নাম ‘দিদি’র

কোচবিহার: টাকা দিয়ে বাংলায় ভোট করাচ্ছে বিজেপি৷ কোচবিহারে সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরোধী নয়া কৌশলের কথা প্রকাশ্যেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার প্রথম দফার ভোটপ্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি খবর পেয়েছি, এখানে কোটি কোটি টাকায় ভোট কেনার চেষ্টা চলছে৷ কিন্তু, বাংলায় টাকা দিয়ে ভোট কেনা যায় না৷ যারা এটা করছেন, সতর্ক হয়ে যান৷’’ এর পরই নয়া কৌশলের কথা জানান মমতা৷

বলেন, ‘‘বিজেপি যা দেবে, ঘরে জমিয়ে রাখুন৷ কিন্তু, যখন ভোট দিতে যাবেন, তখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন৷’’ মোদিকে আক্রমণ করে বলেন, ‘‘দেশের টাকা লুট করা প্রধানমন্ত্রী বড়বড় কথা বলেন৷ ওদের এত টাকা, হ্যাঙ্গার টাঙিয়ে মিটিং করছে৷ ফলাফল প্রকাশ হওয়ার পর ওরা হ্যাঙ্গার হয়ে যাবে৷’’ বলেন, ‘‘বাংলার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে লাভ নেই৷ কারণ, বাংলা অনেক এগিয়ে গিয়েছে৷

শিলিগুড়িতে মমতাকে ‘স্পিডব্রেকার’ বলেছিলেন মোদি৷ আর তার জবাবে দিনহাটায় মমতা বললেন, ‘‘ওনাকে আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপেয়ারি বাবু বলব৷’’ শুধু তাই নয়, নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই রণংদেহি মেজাজে মমতা বললেন, ‘‘লজ্জা হয়, ঘৃণা হয় এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়ার জন্য। বাংলাকে চেনেন না আপনি। মানুষ আপনাকে জেলে বেঁধে নিয়ে যাবে।’’

এদিন ফের বাংলার কর্মসংস্থান ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনহাটার সভামঞ্চ থেকে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদির আমলে দু’কোটি কর্মসংস্থান নষ্ট হয়েছে৷ আর আমি এক কোটি কর্মসংস্থান তৈরি করেছি৷ ১৪৪ কোটি কর্ম-দিবস তৈরি করে দিয়েছি৷ ওরা শুধু মিথ্যা কথা বলে৷ বাংলায় এসে ধাপ্পা দেওয়া? এই সব হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 19 =