কলকাতা: প্রতি দফার ভোটেই বেশ কিছু ইভিএম নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। গত পঞ্চম দফার ভোটের দিন, ৬ মে সব থেকে বেশি ইভিএম বিকল হওয়ার ঘটনা ঘটে। তার জন্য সকালের দিকে বহু বুথে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ থাকে। এতে চরম অস্বস্তিতে পড়তে হয় নির্বাচন কমিশনকে। বিভিন্ন রাজনৈতিক দল ইভিএম-ভিভিপ্যাট মেশিন খারাপ হওয়ার জন্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করায়।
কমিশনের কর্তাদের মতে, ইভিএমের থেকে ভিভিপ্যাট খারাপ হচ্ছে বেশি। গত ষষ্ঠ দফার ভোটে ২০৬টি ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে গিয়েছিল। প্রচণ্ড গরমের জন্য তা খারাপ হচ্ছে বলে মনে করছেন কমিশনের কর্তারা। তাই ষষ্ঠ দফার ভোটে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল, রবিবার প্রতিটি জেলায় পাঁচ শতাংশ বেশি ইভিএম-ভিভিপ্যাট মেশিন পাঠানো হবে। সেই মতো নির্দেশ প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। শুখা এলাকা পরিচিত পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে গরমের জন্য বিশেষ ব্যবস্থা নিতে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বুথে জল, ছাউনি, মেডিক্যাল কিট রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।